মস্কো: বিশ্বকাপে গ্রুপ ডি-র গুরুত্বপূর্ণ ম্যাচে আইসল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে লড়াই জমিয়ে দিল নাইজেরিয়া। জোড়া গোল করে নায়ক হয়ে গেলেন আহমেদ মুসা। নাইজেরিয়ার এই জয়ের ফলে শুধু তাদেরই নক-আউটে যাওয়ার আশা বজায় থাকল না, আর্জেন্তিনারও সম্ভাবনা থাকল। মঙ্গলবার রাতে গ্রুপের শেষ ম্যাচে আর্জেন্তিনার মুখোমুখি হবে নাইজেরিয়া। একই সময়ে মুখোমুখি হবে আইসল্যান্ড ও ক্রোয়েশিয়া। ২ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই নক-আউটে যাওয়া নিশ্চিত করে ফেলেছে ক্রোয়েশিয়া। নাইজেরিয়ার ২ ম্যাচে ৩ পয়েন্ট। আর্জেন্তিনা ও আইসল্যান্ড ১ পয়েন্ট করে পেয়েছে। শেষ ম্যাচে নাইজেরিয়া ড্র করেও নক-আউটে চলে যেতে পারে। আর্জেন্তিনাকে শুধু বড় ব্যবধানে জিতলেই হবে না, ক্রোয়েশিয়া-আইসল্যান্ড ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। ফলে লিওনেল মেসিদের কাজটা কঠিন।
আইসল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচের শুরু থেকেই দাপট দেখাচ্ছিল নাইজেরিয়া। তবে প্রথমার্ধে কোনও গোল হয়নি। ৪৯ মিনিটে প্রথম গোল করেন মুসা। তিনিই ৭৫ মিনিটে ব্যবধান বাড়ান। ৮০ মিনিটে আইসল্যান্ডের ফিনবোগাসনকে বক্সের মধ্যে পিছন থেকে অবৈধভাবে ট্যাকল করেন নাইজেরিয়ার এবুয়েহি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্যে পেনাল্টি দেন রেফারি। তবে ৮৩ মিনিটে পেনাল্টি মারতে গিয়ে বলটি বারের উপর দিয়ে গিলফি সিগুর্ডসন। এরপর আর এই ম্যাচে কোনও গোল হয়নি।
মুসার জোড়া গোল, আইসল্যান্ডকে ২-০ হারিয়ে আর্জেন্তিনার আশা জিইয়ে রাখল নাইজেরিয়া
Web Desk, ABP Ananda
Updated at:
22 Jun 2018 10:52 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -