করাচি: তিনি যাঁদের বল করেছেন, তাঁদের মধ্যে ভারতের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণকে সেরা ব্যাটসম্যান বলে উল্লেখ করলেন পাকিস্তানের বিতর্কিত পেসার মহম্মদ আসিফ। তিনি বলেছেন, ‘দ্রাবিড় ও লক্ষ্মণের টেকনিক খুব ভাল ছিল। ওরা নিখুঁতভাবে অফস্ট্যাম্পের বল অনসাইডে খেলতে পারত। ওদের বিরুদ্ধে বল করা যথেষ্ট চ্যালেঞ্জের ছিল। ভারতের বর্তমান টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলির টেকনিকও খুব ভাল। ও বোলারদের কাজ কঠিন করে দেয়।’


২০০৫ সালে টেস্ট অভিষেক হয় আসিফের। ২০১০ সালে লর্ডস টেস্টে স্পট-ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পাঁচ বছর নির্বাসিত হওয়ার আগে ২৩ টেস্টে ১০৬ উইকেট নেন এই ডানহাতি পেসার। ২০০৬ সালে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে নজর কেড়ে নেন আসিফ। তিনি বলেছেন, সেই সিরিজেই প্রথম ইনকাটার ও ইনস্যুইঙ্গার বল করা শেখেন।

ভারতের প্রাক্তন বিস্ফোরক ব্যাটসম্যান বীরেন্দ্র সহবাগকে বিপজ্জনক বলে উল্লেখ করেছেন আসিফ। তাঁর মতে, সহবাগকে ক্রিজে আটকে রাখতে পারলেই সাফল্য আসত। স্ট্রোক খেলার জায়গা পেলেই হাত খুলে মারতেন সহবাগ।

নির্বাসনের মেয়াদ শেষ হওয়ার পর ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্স দেখিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চাইছেন আসিফ। তাঁর দাবি, ২০১০ সালের ইংল্যান্ড সফরে পাকিস্তানের সেই সময়ের অধিনায়ক সলমন বাট ও তিনি মহম্মদ আমিরকে স্পট-ফিক্সিংয়ে জড়িয়েছিলেন বলে যে অভিযোগ উঠেছে, সেটা সম্পূর্ণ মিথ্যা। আমির সব জানতেন। তাই তাঁকে ছাড় দিয়ে বাকি দু জনকে অভিযুক্ত করা দ্বিচারিতা। আমির জাতীয় দলে ফের সুযোগ পাওয়ায় এবার আসিফও সুযোগ চাইছেন।