মেলবোর্ন: আজহার আলির অপরাজিত ২০৫ রানের জবাবে ডেভিড ওয়ার্নারের ১৪৩ বলে ১৪৪ এবং উসমান খোয়াজার অপরাজিত ৯৫ রানের সুবাদে জমে গেল অস্ট্রেলিয়া-পাকিস্তান দ্বিতীয় টেস্ট। তৃতীয় দিনের শেষে প্রথম ইনিংসে পাকিস্তানের ৪৪৩ রানের জবাবে অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ২৭৮। এখনও এই ম্যাচের দু দিন বাকি। ফলে ড্রয়ের সম্ভাবনা বেশি থাকলেও, ফলাফলের সম্ভাবনাও থাকছে।
গাব্বায় প্রথম টেস্টে হারের পর মেলবোর্নে এই টেস্টে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। আজহারের অসাধারণ ইনিংসের সুবাদে তারা প্রথম ইনিংসে বড় রান করতে পেরেছে। তবে ব্যাটসম্যানরা ভাল পারফরম্যান্স দেখালেও, ওয়ার্নার-খোয়াজার দাপটে চাপে পড়ে গিয়েছেন পাকিস্তানের বোলাররা।
ওয়ার্নারের শতরান, পাকিস্তানকে পাল্টা জবাব অস্ট্রেলিয়ার
Web Desk, ABP Ananda
Updated at:
28 Dec 2016 06:48 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -