আইসিসি-র পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে দ্রাবিড়কে উদ্ধৃত করে জানানো হয়েছে, ‘আইসিসি আমাকে ক্রিকেট হল অফ ফেমে জায়গা দেওয়ায় সম্মানিত বোধ করছি। বিভিন্ন সময়ের সেরা ক্রিকেটারদের সঙ্গে একই সারিতে নিজের নাম দেখা সব ক্রিকেটারেরই স্বপ্ন থাকে। এই স্বীকৃতি পেলে যে কোনও ক্রিকেটারেরই ভাল লাগে। প্রিয়জন, যাঁদের সঙ্গে এবং বিপক্ষে খেলেছি, কোচ ও কর্মকর্তাদের ধন্যবাদ। তাঁরা বছরের পর বছর ধরে আমার পাশে ছিলেন এবং ক্রিকেটার হিসেবে উন্নতি করতে সাহায্য করেছেন। কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থা, বিসিসিআই ও আইসিসি-কেও ধন্যবাদ।’
ভারতীয় দলের হয়ে ১৬৪টি টেস্ট ম্যাচ খেলে ৩৬টি শতরান সহ ১৩,২৮৮ রান করেছেন দ্রাবিড়। ৩৪৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে তিনি ১০,৮৮৯ রান করেছেন। শতরান ১২টি। শুধু ভারতই নয়, ক্রিকেট দুনিয়ার অন্যতম সেরা ব্যাটসম্যান দ্রাবিড়। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সেরই স্বীকৃতি পেলেন।