নয়াদিল্লি: বিদেশ সফরে ভারতের সিনিয়র দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে রাহুল দ্রাবিড়কে দেখা যাবে না। বিসিসিআই-এর প্রশাসনিক কমিটির প্রধান বিনোদ রাই আজ এ কথা জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ভারতীয় এ ও অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে দু বছরের পূর্ণ সময়ের চুক্তি রয়েছে দ্রাবিড়ের। আগামী বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এছাড়া ভারতীয় এ দলের কয়েকটি সিরিজও রয়েছে। ফলে দ্রাবিড়ের পক্ষে ভারতীয় সিনিয়র দলের সঙ্গে বিদেশে যাওয়া সম্ভব হবে না। তবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ভারতীয় দলের শিবিরে যদি প্রধান কোচ রবি শাস্ত্রী চান, তাহলে থাকতে পারেন দ্রাবিড়।


দ্রাবিড়ের বিষয়টি স্পষ্ট হয়ে গেলেও, বিদেশ সফরে ভারতের সিনিয়র দলের বোলিং পরামর্শদাতা হিসেবে জাহির খানকে দেখা যাবে কি না, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি বিসিসিআই। আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে এখনও চুক্তি রয়েছে জাহিরের। ফলে তাঁর চুক্তির বিষয়টি খতিয়ে দেখছেন বিসিসিআই আধিকারিকরা। বিসিসিআই-এর সিইও রাহুল জোহরি অবশ্য জানিয়েছেন, ভারতের দক্ষিণ আফ্রিকা সফরে দলের সঙ্গে যেতে পারেন জাহির।