নয়াদিল্লি: রাহুল দ্রাবিড় ও জাহির খানের নিয়োগ যেভাবে স্থগিত করে দেওয়া হয়েছে, তাতে তাঁদের প্রকাশ্যে অপদস্থ করা হচ্ছে। এমনই অভিযোগ করলেন বিসিসিআই-এর প্রশাসক কমিটির প্রাক্তন সদস্য রামচন্দ্র গুহ। তিনি ট্যুইট করে বলেছেন, অনিল কুম্বলের সঙ্গে যে লজ্জাজনক আচরণ করা হয়েছিল, জাহির ও দ্রাবিড়ের সঙ্গেও সেই একই ধরনের শিষ্টাচারবর্জিত আচরণ করা হচ্ছে। কুম্বলে, দ্রাবিড় ও জাহির সত্যিকারের কিংবদন্তী। তাঁদের এভাবে প্রকাশ্যে অপমান প্রাপ্য নয়।
ভারতীয় দলের নয়া প্রধান কোচ হিসেবে রবি শাস্ত্রীর নাম ঘোষণা করা হলেও, বিদেশ সফরে ব্যাটিং ও বোলিং পরামর্শদাতা হিসেবে দ্রাবিড় ও জাহিরের নাম এখনও চূড়ান্ত হয়নি। শাস্ত্রীর সঙ্গে আলোচনা করেই সাপোর্ট স্টাফদের নাম চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বিসিসিআই। এতে তাঁদের অপমান হয়েছে বলে মত রামচন্দ্রর।
দ্রাবিড়, জাহিরকে অপদস্থ করা হচ্ছে, দাবি রামচন্দ্র গুহর
Web Desk, ABP Ananda
Updated at:
16 Jul 2017 04:17 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -