নয়াদিল্লি: রাহুল দ্রাবিড় ও জাহির খানের নিয়োগ যেভাবে স্থগিত করে দেওয়া হয়েছে, তাতে তাঁদের প্রকাশ্যে অপদস্থ করা হচ্ছে। এমনই অভিযোগ করলেন বিসিসিআই-এর প্রশাসক কমিটির প্রাক্তন সদস্য রামচন্দ্র গুহ। তিনি ট্যুইট করে বলেছেন, অনিল কুম্বলের সঙ্গে যে লজ্জাজনক আচরণ করা হয়েছিল, জাহির ও দ্রাবিড়ের সঙ্গেও সেই একই ধরনের শিষ্টাচারবর্জিত আচরণ করা হচ্ছে। কুম্বলে, দ্রাবিড় ও জাহির সত্যিকারের কিংবদন্তী। তাঁদের এভাবে প্রকাশ্যে অপমান প্রাপ্য নয়।


ভারতীয় দলের নয়া প্রধান কোচ হিসেবে রবি শাস্ত্রীর নাম ঘোষণা করা হলেও, বিদেশ সফরে ব্যাটিং ও বোলিং পরামর্শদাতা হিসেবে দ্রাবিড় ও জাহিরের নাম এখনও চূড়ান্ত হয়নি। শাস্ত্রীর সঙ্গে আলোচনা করেই সাপোর্ট স্টাফদের নাম চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বিসিসিআই। এতে তাঁদের অপমান হয়েছে বলে মত রামচন্দ্রর।