আমদাবাদ: আজ, শনিবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ভারত। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা ক্রিকেটপ্রেমীদের। সেই যুদ্ধে পিচ বড় ভূমিকা নিতে পারে। কেমন হবে ভারত-ইংল্যান্ড পঞ্চম ম্যাচের বাইশ গজ? শনিবার আমদাবাদের আবহাওয়া কেমন থাকবে, এগিয়ে থাকবে কোন দল, আসুন দেখে নেওয়া যাক।


আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে মোট ৩৬১ রান হয়। সিরিজে এই প্রথম আগে ব্যাট করা দল ম্যাচ জেতে। দুই দলের পঞ্চম টি-টোয়েন্টিতেও একই রকম পিচে খেলা হবে বলে আভাস দিয়েছেন কিউরেটর। অর্থাৎ, বল পড়ে ভালভাবে ব্যাটে আসবে। বড় রানের খেলা হবে। স্পিনাররা এই উইকেট থেকে বাড়তি সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।


ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টি-টোয়েন্টি চলাকালীন আমদাবাদে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে পূর্বাভাস। তবে গরম থাকবে। যে কারণে পিচ শুকনো থাকার সম্ভাবনা। বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দফতর।


ভারতীয় ব্যাটসম্যানরা ছন্দে থাকলে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টিতেও জ্বলে উঠতে পারে ভারত। টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের সঙ্গে ইংরেজ বোলারদের লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে মনে করা হচ্ছে। ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টি-টোয়েন্টি সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে। কেমন হতে পারে দুই দলের প্রথম একাদশ, কারা হতে পারেন দুই অধিনায়কের বাজি, আসুন দেখে নেওয়া যাক।


ভারতের সম্ভাব্য দল: রোহিত শর্মা, ঈশান কিষাণ, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, ওয়াশিংটন সুন্দর/টি নটরাজন, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার ও রাহুল চাহার।


ইংল্যান্ডের সম্ভাব্য দল: জেসন রয়, জস বাটলার (উইকেটকিপার), দাভিদ মালান, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, অইন মর্গ্যান (অধিনায়ক), স্যাম কারান, ক্রিস জর্ডান, জোফ্রা আর্চার, আদিল রশিদ ও মার্ক উড।