নয়াদিল্লি: আগামী মাসে অনুষ্ঠিত হতে চলা ত্রিদেশীয় সিরিজ থেকে বাদ পড়ে নির্বাচকদের একহাত নিলেন ওয়েস্ট ইন্ডিজের তিন তারকা ক্রিকেটার ক্রিস গেইল, ডোয়েন ব্র্যাভো ও ড্যারেন স্যামি। একের পর এক ট্যুইটারে তাঁরা নির্বাচকদের বিরুদ্ধে তোপ দেগেছেন।

 

অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে এই ত্রিদেশীয় সিরিজ হবে। সেই সিরিজের জন্য ঘোষিত দলে সম্প্রতি টি২০ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ড্যারেন স্যামি এবং দুই গুরুত্বপূর্ণ সদস্য গেইল ও ব্র্যাভো নেই। অথচ দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা কিয়েরন পোলার্ড ও সুনীল নারিন এই সিরিজে সুযোগ পেয়েছেন। এতেই আরও বেশি চটে গিয়েছেন গেইলরা।



 

ট্যুইটারে ব্র্যাভো, গেইল, স্যামিরা প্রশ্ন তুলেছেন, ফিট না থাকা সত্ত্বেও কীভাবে জাতীয় দলে ফিরলেন পোলার্ড ও নারিন? নির্বাচকদের এই সিদ্ধান্তকে ‘দিনের সেরা রসিকতা’ বলে ব্যঙ্গ করেছেন ব্র্যাভো।