তিরুঅনন্তপুরম: টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ৮ উইকেটে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। ৯ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেল তারা। সিরিজে সমতাও ফেরাল ক্যারিবিয়ান শিবির। আর দলের জয়ে ব্যাট হাতে বড় ভূমিকা নিলেন লেন্ডল সিমন্স। ইনিংস ওপেন করতে নেমে ৪৫ বলে ৬৭ রান করে অপরাজিত রইলেন তিনি। ম্যাচের সেরাও হয়েছেন সিমন্স।
তিরুঅনন্তপুরমে প্রথমে ব্যাট করে ভারত তোলে ১৭০/৭। মন্থর পিচে ভারতকে ভদ্রস্থ স্কোরে পৌঁছে দিয়েছিলেন শিবম দুবে। তিন নম্বরে ব্যাট করতে নেমে দুবে ৩০ বলে করেন ৫৪ রান। তাঁর ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি। নবাগত দুবেকে ব্যাট হাতে সঙ্গত করেন ঋষভ পন্থ। দিল্লির উইকেটকিপার-ব্যাটসম্যান ২২ বলে করলেন ৩৩ রান। পন্থের ইনিংসে ছিল তিনটি চার ও একটি ওভার বাউন্ডারি। ইদানীং ছন্দের অভাবে ভুগছিলেন। পন্থের দলে অন্তর্ভুক্তি নিয়েও প্রশ্ন উঠেছে। ছন্দে থাকা কেরলের সঞ্জু স্যামসনকে কেন প্রথম একাদশে রাখা হবে না, সমালোচকেরা সেই প্রশ্নও তুলতে শুরু করেছিলেন। রবিবার অন্তত সেই আলোচনা থামাতে পেরেছেন দিল্লির ক্রিকেটার।
তবে শিবম-ঋষভ রান পেলেও ব্যাট হাতে ব্যর্থ রোহিত শর্মা (১৫), কে এল রাহুল (১১), অধিনায়ক বিরাট কোহলি (১৯), শ্রেয়স আইয়ার (১০) ও রবীন্দ্র জাডেজা (৯)। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি করে উইকেট নেন কেসরিক উইলিয়ামস ও হেডেন ওয়ালশ। শেলডন কটরেল, খারি পিয়ের ও জেসন হোল্ডার।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং শুরু করেন দুই ক্যারিবিয়ান ওপেনার। সিমন্সের পাশাপাশি ৩৫ বলে ৪০ রান করেন এভিন লিউয়িস। দুই ওপেনার মাত্র ৯.৫ ওভারে ৭৩ রান যোগ করেন। লিউয়িসকে ফেরান ওয়াশিংটন সুন্দর। তবে শিমরন হেটমায়ার (১৪ বলে ২৩) ও নিকোলাস পুরান (১৮ বলে অপরাজিত ৩৮) ৯ বল বাকি থাকতেই দলকে জিতিয়ে দেন। ক্যাচ নষ্ট করার খেসারতও দিতে হয়েছে ভারতকে। সিরিজের শেষ ম্যাচেই ঠিক হবে, কার হাতে টি-টোয়েন্টি ট্রফি উঠবে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
সিমন্সের দুরন্ত হাফসেঞ্চুরি, ৯ বল বাকি থাকতেই ভারতকে ৮ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ
Web Desk, ABP Ananda
Updated at:
08 Dec 2019 09:14 PM (IST)
শিবম-ঋষভের ব্যাট হাতে লড়াই ম্লান ক্যারিবিয়ানদের সামনে
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -