বেঙ্গালুরু: ইন্ডিয়া গ্রিনকে ইনিংস ও ৩৮ রানে হারিয়ে দলীপ ট্রফি চ্যাম্পিয়ন হল ইন্ডিয়া রেড। জয়ের নায়ক বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরণ ও বিদর্ভের অফস্পিনার অক্ষয় ওয়াখারে। অভিমন্যু ১৫৩ রান করেন। ওয়াখারে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩ রান দিয়ে ৫ উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন অভিমন্যু।
এই ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৩১ রানে অলআউট হয়ে যায় ইন্ডিয়া গ্রিন। ৭৬ রানে অপরাজিত থাকেন ময়ঙ্ক মার্কণ্ডে। এছাড়া আর কোনও ব্যাটসম্যান বড় রান করতে পারেননি। ইন্ডিয়া রেডের হয়ে জয়দেব উনাদকাট চারটি এবং সন্দীপ ওয়ারিয়র ও আবেশ খান দু’টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে ইন্ডিয়া রেড ৩৮৮ রান করে। সর্বোচ্চ রান অভিমন্যুরই। ইন্ডিয়া গ্রিনের হয়ে অঙ্কিত রাজপুত ও ধর্মেন্দ্রসিংহ জাডেজা তিনটি করে এবং তনবীর উল হক দু’টি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ১১৯ রানে অলআউট হয়ে যায় ইন্ডিয়া গ্রিন। মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করেন। সর্বোচ্চ ৪২ রান করেন সিদ্ধেশ লাড। আবেশ এই ইনিংসে তিনটি উইকেট নেন। উনাদকাট একটি উইকেট নেন।
জয়ের নায়ক অভিমন্যু ঈশ্বরণ, ইন্ডিয়া গ্রিনকে ইনিংস ও ৩৮ রানে হারিয়ে দলীপ ট্রফি জয়ী ইন্ডিয়া রেড
Web Desk, ABP Ananda
Updated at:
07 Sep 2019 08:28 PM (IST)
দ্বিতীয় ইনিংসে ১১৯ রানে অলআউট হয়ে যায় ইন্ডিয়া গ্রিন। মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করেন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -