কলকাতা: ডুরান্ড কাপের (Durand Cup 2023) কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করার লক্ষ্যে একই দিনে কলকাতার দুই বড় ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) ও মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting) মাঠে নেমেছিল। একদিকে যেখানে অনবদ্য জয় পেল মহামেডান, সেখানে হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হল সবুজ মেরুনকে। তবে হেরেও ডুরান্ডের শেষ আটে পৌঁছে গেল মোহনবাগান, আর জিতেও মহামেডানের হৃদয়ভঙ্গ হল।


ডুরান্ডের শেষ আটে পৌঁছতে হলে মহামেডানকে সাত গোল করতে হত। জামশেদপুরের বিরুদ্ধে ৬-০ বিরাট স্কোরলাইনে জয়ও পায় ব্ল্যাক প্যান্থার্সরা। শুরু থেকেই এদিন আক্রমণের পন্থা বেছে নিয়েছিল মহামেডান। মেহরাজউদ্দিন ওয়াডুর কোচিংয়ে খেলা মহামেডানের হয়ে ১০ মিনিটে রেমসাঙ্গা প্রথম গোলটি করেন। ১৬ মিনিটে তিনিই দ্বিতীয় গোল করে মহামেডানকে ২-০ এগিয়ে দেন। ২৮ মিনিটে ডেভিডের গোলে সাদা কালো ব্রিগেডের পক্ষে স্কোর ৩-০ হয়। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধে জ্বলে উঠেন ডেভিড। নিজের প্রথমার্ধের এক গোলের পর দ্বিতীয়ার্ধের ৬৯, ৮১ ও ৮৯ মিনিটে তিন তিনটি গোল করেন ডেভিডই।


তবে প্রয়োজনের থেকে এক গোল কম করায় মহামেডানকে আশাহত হতে হল।  অপরদিকে, সাদার্ন সমিতির বিরুদ্ধে ০-২ স্কোরলাইনে পরাজিত হয়েও ভাগ্যের জোরে পরের রাউন্ডে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন মহামেডান যদি জামশেদপুরের বিরুদ্ধে আরেকটি গোল করতে পারত, তাহলে কিন্তু সবুজ মেরুন নয়, বরং সাদা কালো বিগ্রেডই ডুরান্ড কাপের পরের পর্বে পৌঁছত। পরের পর গোল করে বাগান সমর্থকদের রক্তচপ অনেকটাই বাড়িয়ে দিয়েছিল মহামেডান। তবে শেষরক্ষা আর হল না। গোলপার্থক্যের জেরেই ছিটকে যেতে হল সাদা কালো ব্রিগেডকে।


এই বছর ডুরান্ড কাপের নিয়ম অনুযায়ী ছয়টি গ্রুপের শীর্ষে থাকা দলগুলি কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে। তার পাশাপাশি দ্বিতীয় স্থানে শেষ করা সেরা দুই দল পৌঁছবে কোয়ার্টার ফাইনালে। সেই সুবাদেই গ্রুপে দ্বিতীয় হয়েও ডুরান্ড কাপ জয়ের আশা জিইয়ে রাখল মোহনবাগান। 


 






আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: অধিনায়ক ওলগার গোলে ইংল্য়ান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন