নয়াদিল্লি: রেকর্ডবুকে নাম তুললেন ভারতীয় স্প্রিন্টার দ্যুতি চন্দ (Dutee Chand)। পাতিয়ালায় আয়োজিত ভারতীয় গ্রঁ প্রি (আইজিপি) ফোরে একশো মিটার দৌড়তে নিলেন মাত্র ১১.১৭ সেকেন্ড। যেটা জাতীয় রেকর্ড। তবে অল্পের জন্য অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে পারলেন না দ্য়ুতি। ০.০২ সেকেন্ডের জন্য।


জাতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন (AFI) ট্যুইট করে সোমবার জানাল, নতুন জাতীয় রেকর্ড গড়েছেন দ্যুতি। মহিলাদের একশো মিটার দৌড়েছেন ১১.১৭ সেকেন্ডে। অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করার জন্য প্রয়োজন ছিল ১১.১৫ সেকেন্ড। যা থেকে স্পষ্ট যে, আর মাত্র ০.০২ সেকেন্ড আগে দৌড় শেষ করলে টোকিওর টিকিট পেয়ে যেতেন দ্যুতি।


তবে নতুন রেকর্ডের জন্য স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) থেকে ট্যুইট করে অভিনন্দন জানানো হয়েছে দ্যুতিকে। ট্যুইটে লেখা হয়েছে, 'পাতিয়ালায় ইন্ডিয়ান গ্রঁ প্রি ফোরে মহিলাদের একশো মিটার দৌড় ১১.১৭ সেকেন্ডে দৌড়ে নতুন জাতীয় রেকর্ড গড়ায় দ্যুতি চন্দকে অভিনন্দন।'


সোমবার নিজেরই জাতীয় রেকর্ড ভাঙলেন দ্যুতি। তবু টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করতে পারলেন না ভারতীয় অ্যাথলিট। যদিও শট পাট ইভেন্টে ভারতের প্রতিনিধি হিসেবে অলিম্পিক গেমসে অংশ নেবেন তাজিন্দর পাল সিংহ। নিজের পূর্ববর্তী জাতীয় রেকর্ড টপকে গিয়েছেন ভারতের মহিলা ডিসকাস থ্রোয়ার কমলপ্রীত কৌরও।


ভারতের তারকা স্প্রিন্টার দ্যুতি ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসের ১০০ ও ২০০ মিটার ইভেন্টে রূপো জিতেছিলেন। ২০১৩, ১০১৭ এবং ২০১৯ সালের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকে মোট চারটি ব্রোঞ্জ পদক জেতেন ওড়িশার অ্যাথলিট। এশিয়ান জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকে জোড়া সোনা জেতা দ্যুতি টোকিও অলিম্পিক্সে ভারতের হয়ে ভাল পারফরম্যান্স করবেন বলেই অনেকে আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু অল্পের জন্য সে আশা শেষ হয়ে গিয়েছে।


পাতিয়ালায় নিজেদের পুরনো জাতীয় রেকর্ড ভেঙে দিয়েছে ভারতীয় মহিলাদের ৪X১০০ রিলে দল। যে দলে দ্যুতির পাশাপাশি ছিলেন হিমা দাস, এস ধনলক্ষ্মী ও অর্চনা সুসেন্দ্রন।