নয়াদিল্লি: ভারতের তারকা স্প্রিন্টার দ্যুতি চন্দকে (Dutee Chand) নির্বাসিত করল বিশ্ব অ্যান্টি-ডোপিং সংস্থা ওয়াডা (WADA)। দ্যুতির মূত্রের নমুনায় নিষিদ্ধ উপকরণ থাকায় এশিয়ান গেমসে পদকজয়ী তারকাকে প্রাথমিকভাবে নিষিদ্ধ করা হল।
নির্বাসিত দ্য়ুতি
দ্যুতির দেওয়া 'এ'- নমুনায় নিষিদ্ধ উপকরণ পাওয়া গিয়েছে। তারকা স্প্রিন্টারের নমুনায় সার্স ৩৪ অ্যান্ডারিন, ও ডেফিনাইলেডারিন, সার্ম্স এবং লিগানড্রল মেটাবোলাইট পাওয়া গিয়েছে। ওয়াডার ওয়েবসাইট অনুযায়ী এই উপকরণগুলি কোনও অ্যাথলিটের পারফরম্যান্স ভাল করার জন্য ব্যবহার করা হতে পারে। এই উপকরণের মাধ্যমে পেশি ও হাড়ের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। সেই কারণেই এই উপকরণগুলির ব্যবহার নিষিদ্ধ। এর জেরেই নির্বাসিত হলেন দ্যুতি। অবশ্য দ্যুতি এই নির্বাসনের বিরুদ্ধে আপিল করতে পারেন। এছাড়া এরপর তাঁর দেওয়া 'বি' নমুনাটিও পরীক্ষা করা হবে।
দ্যুতি চার বছর আগে এশিয়ান গেমসে ১০০ ও ২০০ মিটারে রুপো জেতেন। এছাড়াও ২০১৩, ২০১৭ ও ২০১৯ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন ভারতের তারকা স্প্রিন্টার। ২০১৯ সালেই প্রথম ভারতীয় মহিলা হিসাবে ইউনিভার্সিয়েডে ১০০ মিটারে সোনা জেতেন। তবে এই নির্বাসনের পর তাঁর ভবিষ্য়ত ঘিরে তৈরি হয়েছে অনিশ্চিয়তা।
নাদালের হার
অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2023) দ্বিতীয় রাউন্ডেই বড় অঘটন। টুর্নামেন্ট থেকে ছিটকেই গেলেন গত বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল (Rafael Nadal)। বাঁ উরুর চোট নিয়েও ম্যাচে কিছুটা লড়াই চালিয়েছেন নাদাল। তবে লাভের লাভ কিছুই হল না। ৬-৪, ৬-৪, ৭-৫ টুর্নামেন্টের শীর্ষ বাছাই নাদালকে স্ট্রেট সেটে হারালেন ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ড (Mackenzie McDonald)।
বুধবার রড লেভার এরিনায় চোট নিয়েও কিন্তু নাদাল লড়াই চালিয়ে যান। কিন্তু ম্যাচ যতই গড়ায় নাদালের খেলায় ততই চোটের প্রভাব পড়ে। শেষমেশ নতুন বছরের এখনএ অবধি সবথেকে বড় অঘটন ঘটিয়ে ফেলেন আমেরিকান ম্যাকডোনাল্ড। তবে নাদাল পরাজিত হলেও সর্বাধিক ২২ গ্র্যান্ড স্ল্যামজয়ী কিংবদন্তিকে রড লেভার এরিনায় উপস্থিত সমস্ত সমর্থকরা উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান।
দুই বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়নকে হারিয়ে বিশ্বের ৬৫ নম্বর তারকা ম্যাকডোনাল্ড বলেন, 'আমি ম্যাচটা দারুণভাবে শুরু করেছিলাম। প্রথম থেকে সার্ভিসটা ভালভাবে করছিলাম। রিটার্নগুলিও ভাল দিচ্ছিলাম। গোটা ম্যাচজুড়ে নিজের একাগ্রতা বজায় রাখাটা অনেকসময়ই খানিকটা কষ্টকর হয়ে দাঁড়ায়, তবে আমি ভাগ্যক্রমে সেটা পেরেছি। ওঁ একজন চ্যাম্পিয়ন। যাই হয়ে যাক, ওঁ যে কোনও পরিস্থিতিতেই থেকে পিছু হটে না। এমন একজন চ্যাম্পিয়নের বিরুদ্ধে ম্যাচ জেতাটা সবসময়ই কঠিন।'
আরও পড়ুন: স্যান্টনারের স্বপ্নের বলে বোল্ড হয়ে কিউয়ি তারকা বাহবা জানালেন কোহলিও