কলকাতা: কলকাতায় নিজেদের ডেরায় নিয়ে আনার পরেও ফুটবলার খালিদ জামিলকে সই করাতে পারেনি ইস্টবেঙ্গল। তবে আইলিগজয়ী কোচ খালিদ জামিলকে অবশেষে সই করাল লাল হলুদ শিবির। বুধবার সকালেই কলকাতায় আসেন খালিদ। বিকেলে লাল হলুদ জার্সি পরে নতুন চ্যালেঞ্জ নিয়েই ফেললেন আইজলকে আইলিগ এনে দেওয়া কোচ খালিদ। বিকেলে ক্লাবতাঁবুতে এসে বলেই ফেললেন, নতুন চ্যালেঞ্জ। তাই এক বছরের চুক্তিতে এবার তিনি ইস্টবেঙ্গলে। বলেন, প্রথম কারণ, জার্সির রং। লাল-হলুদ রং আমার খুব পছন্দের রং। আর দ্বিতীয় কারন, ইস্টবেঙ্গলের সমর্থক। হতে পারে খেলোয়াড় হিসেবে আমার ইস্টবেঙ্গলে আসা হয়নি। কিন্তু কোচ হিসেবে তো আসতেই পারি। সেই সুযোগটা চলে এল। খুব ভাল সুযোগ।
কোচ হওয়ার পর তার পছন্দের ফুটবলারের একটা ভাবনাও রয়েছে। যাঁর মধ্যে রয়েছেন আইজলের দুই ভরসা জয়েশ রানে ও আশুতোষ মেহতা। বিদেশি ফুটবলার বাছাইয়ের জন্য ম্যানেজার মনোরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে বিদেশে পাঠানোর পরিকল্পনা থাকলেও, খালিদ অবশ্য ব্যক্তিগত কাজে যেতে পারছেননা। এদিকে আগামি মরসুমে দলগঠনের ক্ষেত্রে চিফ কোচ খালিদ জামিলের হাতেই বেশি ক্ষমতা দিতে চাইছে ইস্টবেঙ্গল।
আই-লিগ জয়ী খালিদ জামিলকে কোচ করল ইস্টবেঙ্গল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Jun 2017 10:42 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -