বারাসত: আই লিগের মহা-গুরুত্বপূর্ণ ম্যাচে পিছিয়ে পড়েও শেষপর্যন্ত ২-১ গোলে বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। ফলে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল ট্রেভর জেমস মর্গ্যানের দল। সমসংখ্যক ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে বেঙ্গালুরু।
এবারের আই লিগে এটা ছিল অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ। বারাসতে এই ম্যাচে মরসুমে প্রথমবার চার বিদেশিকেই একসঙ্গে নামান লাল-হলুদ কোচ। তা সত্ত্বেও ২৩ মিনিটে সিকে বিনীথের গোলে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। পাঁচ মিনিট পরেই গোল শোধ করে খেলায় সমতা ফেরান বুকেনিয়া। প্রথমার্ধে ম্যাচ শেষ হয় ১-১ গোলে।
দ্বিতীয়ার্ধে দু দলই গোল করার চেষ্টা করতে থাকে। নতুন বিদেশি স্ট্রাইকার আমিরভকে তুলে রবিন সিংহকে নামান মর্গ্যান। এই পরিবর্তনটাই ম্যাচের রঙ বদলে দেয়। বেঙ্গালুরু থেকেই ফের লাল-হলুদে এসেছেন রবিন। সেই তিনিই ৭৯ মিনিটে পুরনো দলের বিরুদ্ধে গোল করে তিন পয়েন্ট এনে দিলেন ইস্টবেঙ্গলকে। এই জয় আই লিগের খেতাবের লড়াইয়ে বাড়তি আত্মবিশ্বাস দেবে মেহতাব-গুরবিন্দরদের।
পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন, বেঙ্গালুরু এফসি-কে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল
Web Desk, ABP Ananda
Updated at:
22 Jan 2017 07:06 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -