মারগাও: ঘরের মাঠে আইজল এফসি ম্যাচ ড্রয়ের পর সমালোচনা কম হয়নি। বিদেশি নির্বাচন থেকে মরগ্যানের স্ট্র্যাটেজি-সবকিছুই ছিল সমালোচনার কেন্দ্রে। সপ্তাহ দুয়েকের মধ্যে বদলে গেল বডি ল্যাঙ্গোয়েজই। টানা দুটি অ্যাওয়ে ম্যাচ জিতে ফের লিগ টেবিলে কামব্যাক মরগ্যান ব্রিগেডের। বুধবার চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ২-০ গোলে জয় ইস্টবেঙ্গলের। প্রথমার্ধের ৩১ মিনিটে হাওকিপের গোলে এগিয়ে যায় লাল হলুদ শিবির। প্রথমার্ধের একেবারে শেষমুহূর্তে ডিকার বিশ্বমানের গোলে ফের ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে ওয়েডসন সহজ গোলের সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরও বাড়ত। তবে ইস্টবেঙ্গলের সার্বিক পারফরম্যান্স দেখে খুশি নয় ফুটবলমহল। ফুটবলারদের মধ্যে কম বোঝাপড়া, মিস পাস, ফাইনাল পাসে দুর্বলতা, ডিফেন্স-জিতেও বেশ কয়েকটি বিভাগ নিয়ে মরগ্যানের দলে এখনও অস্বস্তি রয়েছে। এদিন নজর কাড়তে ব্যর্থ লাল হলুদের নতুন সেনসেশন প্লাজা। তবে ২টি অ্যাওয়ে ম্যাচে পুরো ছয় পয়েন্ট পেয়ে ফের লিগের লড়াইয়ে মরগ্যান ব্রিগেড।