ভুবনেশ্বর: কলিঙ্গ সুপার কাপের ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। ডুরান্ডের পর চলতি মরশুমে এই নিয়ে দ্বিতীয় কোনও টুর্নামেন্টের ফাইনালে পৌঁছল কার্লেস কুয়াদ্রাতের দল। সেমিফাইনালে জামশেদপুর এফসিকে ২-০ গোলে হারিয়ে দিল লাল হলুদ বাহিনী। দলের হয়ে দুটো গোল করেন যথাক্রমে হিজাজি ও সিভেরিও। ২০১৮ সালে শেষবার সুপার কাপের ফাইনালে উঠেছিল গঙ্গা পাড়ের ক্লাব। ৬ বছর পর ফের ফাইনালে জায়গা করে নিল তারা। 


মোহনবাগানের বিরুদ্ধে ডুরান্ডের ফাইনালে হেরে যেতে হয়েছিল। চলতি টুর্নামেন্টে সেই বাগানকে হারিয়েই সেমিতে জায়গা করে নিয়েছিল লাল হলুদ শিবির। এবার তাঁদের অশ্বমেধের ঘোড়া ছুটেই চলেছে। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলছিলেন ক্লেনটরা। প্রথম থেকেই বারবার প্রতিপক্ষের ডি বক্সে হানা দিচ্ছিলেন হিজাজি, নন্দকুমাররা। খেলার ১৯ মিনিটের মাথায় প্রথম গোল পায় ইস্টবেঙ্গল। হিজাজির গোলে এগিয়ে যায় লাল হলুদ ব্রিগেড। কর্ণার থেকে বল পান সিভেরিয়ো। কিন্তু তিনি শট না নিয়ে সামনে দিকে এগিয়ে যান। তাতেই খুলে যায় গোলের মুখ। পিছন থেকে উঠে আসা হিজাজি গোল করতে ভুল করেননি। এরপর প্রথমার্ধে বেশ কয়েকবার গোলশোধের চেষ্টা করেছিল খালিদ জামিলের দল। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।


দ্বিতীয়ার্ধেও খেলার শুরু থেকেও ফের আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে নেয় লাল হলুদ বাহিনী। প্রায় মাঝ মাঠ থেকে বল নিয়ে বাঁদিক দিয়ে জামশেদপুরের বক্সে উঠে যান বড় ম্যাচের গোলদাতা নন্দকুমার। তবে নিজে গোল করার চেষ্টা না করে তিনি বল দেন নিশু কুমারকে। নিশু ঠান্ডা মাথায় ক্রশ রাখেন পোস্টের সামনে। গোলের সামনে বল পান সিভেরিয়ো। সেখান থেকে গোল করতে ভুল করেননি স্প্যানিশ তারকা। ইস্টবেঙ্গলের গোল সংখ্যা আরও বাড়তে পারত। ম্যাচের ৮৩ মিনিটে লাল হলুদের অধিনায়ক ক্লেটন সিলভা পেনাল্টি মিস করেন।


উল্লেখ্য, কলিঙ্গ সুপার কাপে ডার্বিতে শুক্রবার জ্বলল মশাল। মোহনবাগানকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছিল লাল হলুদ ব্রিগেড। পিছিয়ে থেকেও ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল কার্লেস কুয়াদ্রাতের দল। প্রথমার্ধের খেলা শেষ হয়েছিল ১-১ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে আরও দুটো গোল করে লাল হলুদের ফুটবলাররা। ম্য়াচে জোড়া গোল করেন ক্লেটন সিলভা। আর এই জয়ের ফলে সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল কার্লেস কুয়াদ্রাতের দল।


প্রথমার্ধে ১-১ ছিল খেলার স্কোরলাইন। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণে ঝাঁঝ বাড়ায় ইস্টবেঙ্গল। খেলার ৬৩ মিনিটের মাথায় দ্বিতীয গোল ইস্টবেঙ্গলের। এবার গোল পান নন্দকুমার। রবি রানার ভুলের খেসারত দিতে হল সবুজ মেরুনকে। ২-১ গোলে এগিয়ে যায় লাল হলুদ ব্রিগেড। খেলার ৮০ মিনিটের মাথায় ক্লেটন সিলভা নিজের দ্বিতীয় ও ইস্টবেঙ্গলের তৃতীয় গোলটি করলেন।