কলকাতা: ডার্বি-হার। সমর্থকদের হতাশা, ক্ষোভ, অসন্তোষ। তারপর? কফিনে শেষ পেরেকটা পুঁতল শিবাজিয়ান্স ম্যাচ। লাল হলুদ কোচ ট্রেভর জেমস মর্গ্যানের হাতে লাইফলাইন ছিল তিনটে ম্যাচ। কিন্তু, রবিবার বারাসতে শিবাজিয়ান্সের কাছে হারায় কার্যত শেষ হয়ে যায় ইস্টবেঙ্গলের আইলিগ জয়ের স্বপ্ন। তাই, আর কোনও কিছুরই তোয়াক্কা করলেন না মর্গ্যান। পদত্যাগ করলেন ইস্টবেঙ্গলের কোচ পদ থেকে। সোমবারই ই-মেলে ক্লাব কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। শুক্রবারই চাকরি গিয়েছে সহকারি কোচ হ্যাকেটের। আর, ব্রিটিশ কোচ সরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই লাল হলুদ শিবিরে শেষ হল মর্গ্যান জমানা।
প্রত্যাশিত পদত্যাগ। মর্গ্যানের জায়গায় দলের দায়িত্ব নেবেন কে? বিকল্প হিসেবে আর্মান্দো কোলাসোর নাম প্রায় পাকা। তাঁর সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা সেরে ফেলেছেন ক্লাবকর্তারা। চলতি সপ্তাহেই তিনি কলকাতায় আসতে পারেন।
ইস্টবেঙ্গলসূত্রে খবর, আইলিগের বাকি দু’ম্যাচ দলের ফুটবলারদের অনুশীলন করাবেন তিন প্রাক্তন ফুটবলার, মনোরঞ্জন ভট্টাচার্য, তুষার রক্ষিত ও ভাস্কর গঙ্গোপাধ্যায়।
২০১০ থেকে ২০১৩-র মরসুমে লাল হলুদকে কলকাতা লিগ দিয়েছেন মর্গ্যান। দিয়েছেন ফেড কাপও। সমর্থকদের দাবিতে ২০১৬-তে ফের তাঁকে ফেরানো হয়েছিল ক্লাবে। কিন্তু, পাল্টায়নি ছবিটা। তারপর, ডার্বি হার। শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত।
লিগ-লজ্জার ক্ষত ভুলে আপাতত সবকিছু নতুন করে ঢেলে সাজাতে চাইছেন ক্লাবকর্তারা। নজরে এখন ফেডারেশন কাপ। সেই লক্ষ্যেই শুরু হবে যাবতীয় প্রস্তুতি।
শেষপর্যন্ত ইস্তফাই দিলেন লাল-হলুদ কোচ মর্গ্যান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Apr 2017 08:55 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -