কলকাতা: তাঁর জন্যই ৪ বছর ৭ মাস পর লাল-হলুদ আবির উড়ছে ময়দানে। মোহনবাগানের (Mohun Bagan) বিরুদ্ধে তাঁর বাঁ পায়ের ম্যাজিক গোল দেখে আনন্দে আত্মহারা ইস্টবেঙ্গলের (East Bengal) সমর্থকেরা।


তিনি নন্দ কুমার (Nandha Kumar)। যাঁর সংগ্রামের কাহিনি মনে করিয়ে দেয় ক্রিকেটার মহম্মদ সিরাজকে (Mohammed Siraj)। হায়দরাবাদে অটো চালাতেন সিরাজের বাবা মহম্মদ ঘউস। প্রবল দারিদ্রের সঙ্গে লড়াই করে জাতীয় দলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পেসার সিরাজ।


নন্দ কুমারের বাবা সেকার চেন্নাইয়ে অটো চালান। অভাব সংসারের নিত্য সঙ্গী। সেকার চেয়েছিলেন, ছেলে পড়াশোনা করে চাকরির খোঁচ করুক। কিন্তু নন্দ কুমার দেখেছিলেন অন্য স্বপ্ন। ফুটবল খেলে নিজেকে প্রতিষ্ঠিত করবেন।


২০১৭ সালে আই লিগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করেছিলেন। সেই নন্দ কুমারের অবিশ্বাস্য গোলেই শাপমোচন হল লাল-হলুদ শিবিরের। ইস্টবেঙ্গল সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছেন ২৭ বছরের উইঙ্গার।


ডার্বি জয়ের রেশ এখনও আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছে ময়দানকে। নন্দ কুমারের দুরন্ত গোলে মোহনবাগানের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের (East Bengal vs Mohun Bagan) জয়ের স্মৃতি রোমন্থনে মগ্ন লাল-হলুদ জনতা। তার মাঝেই কলকাতা লিগে (Calcutta Football League) জিতল ইস্টবেঙ্গল। সোমবার কলকাতা পুলিশ অ্যাথলেটিক ক্লাবকে ২-১ গোলে হারিয়ে নিজেদের গ্রুপের শীর্ষে উঠে এল ইমামি ইস্টবেঙ্গল।          


যদিও সহজে জয় পায়নি লাল-হলুদ শিবির। বরং বেশ কষ্ট করে এসেছে জয়। ম্যাচের ১৫ মিনিটে অভিষেকের গোলে ইস্টবেঙ্গল এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুতে গোল শোধ করে দেয় পুলিশ। ৪৭ মিনিটে পুলিশের হয়ে গোল শোধ করেন জগমিৎ। তারপর বেশ চাপে পড়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত ৮৮ মিনিটের গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন লাল-হলুদ ফুটবলাররা। কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গল বনাম পুলিশ অ্যাথলেটিক ক্লাবের ম্যাচ শেষ হয় ২-১ গোলে।


সোমবার পুলিশ অ্য়াথলেটিক ক্লাবের বিরুদ্ধে জয়ের ফলে কলকাতা ফুটবল লিগে গ্রুপ ‘বি’-র শীর্ষে উঠে এল ইস্টবেঙ্গল। নয় ম্যাচের শেষে তাদের পয়েন্ট ২১। দ্বিতীয় স্থানে আছে ভবানীপুর। অবশ্য একটি ম্যাচ কম খেলেছে ভবানীপুর। আট ম্যাচে তাদের পয়েন্ট ২০।


আরও পড়ুন: নেহরার দুধের গ্লাস ফাঁকা করে দিতেন বীরু! ভারতীয় দলের কৃপণতম ক্রিকেটার কে ছিলেন?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial