কলকাতা: হিমেল হাওয়ায় উত্তাপের আঁচ। শুক্রবার যার ছিঁটেফোঁটাও ছিল না। কিন্তু, বারুদ ছড়াল বাগানের হাইতিয়ান মহাতারকার ক্লাব ছাড়ার খবর। ডার্বির আগে তোলপাড় বাগানের অন্দরমহল। চনমনে লাল হলুদ।


৩ ডিসেম্বর থেকে ২১ জানুয়ারি। মাত্র দেড় মাসের ব্যবধান। বদলে যায় কত কিছু। ১-০ তে লিগের প্রথম ডার্বি জিতে লিগ তালিকায় তখন অনেক এগিয়ে বাগান। গত বছরের মোট ৫ টি ডার্বিতে অপরাজিত সবুজ মেরুন। আর, এবার? দর্শক বিক্ষোভে আগেই কোচের চাকরি ছেড়েছেন সঞ্জয়। ছেঁটে ফেলা হয়েছে ক্রোমাকে। এবার সরলেন সনিও। রবিবারও সম্ভবত সবুজ মেরুন জার্সিতে নামছেন না। চোটের কারণে অনিশ্চিত শিল্টন। ইউটাও তথৈবচ। লাগাতার ড্র, ২ টি ম্যাচ হারের জেরে লিগ তালিকায় ৬ নম্বরে নেমে গিয়েছে দলটা।

অন্যদিকে, প্লাজার পাশে ডুডু আসায় লাল হলুদ আক্রমণ আরও ধারালো হওয়ার সম্ভাবনা। মাঝমাঠে ভয়ঙ্কর কাটসুমি-আল আমনা জুটি। পরপর ম্যাচ জিতে তিন নম্বরে খালিদ জামিল ব্রিগেড। ক্রোমার বদলে বাগানের নয়া বিদেশি আক্রম। ডিকা-আক্রম যুগলবন্দি কোনও ম্যাজিক দেখাতে পারবে কি? সে-প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি। সাবধানী পদক্ষেপ দুই প্রধানের কোচেরই। গত ম্যাচের গোলদাতা কিংসলের গলায় ঘর গুছিয়ে আক্রমণে যাওয়ার কথা। সমীহ দেখাচ্ছে ইস্টবেঙ্গলও।

সাম্প্রতিক পরিসংখ্যান বাগানের দিকে। কিন্তু, পরিস্থিতি বলছে গত ডার্বির বদলা নেওয়ার সেরা সুযোগ লাল হলুদের সামনে। শেষ হাসি কার, জানতে প্রহর গুনছেন ফুটবল-ভক্তরা।