বারাসত: ড্র দিয়ে আই-লিগ অভিযান শুরু করল ইস্টবেঙ্গল৷ শনিবার বারাসত স্টেডিয়ামে আইজল এফসি-এর বিরুদ্ধে ১-১ গোলে শেষ হল ম্যাচ৷ প্রথমার্ধে গুরবিন্দর সিংহের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে লাল-হলুদ ব্রিগেড। খেলার শেষমুহূর্তে গোল করে হার বাঁচান নবাগত বিদেশি ডিফেন্ডার ইভান বুকেনিয়া।
ঘরের মাঠে উদ্বোধনী ম্যাচে এদিন শুরু থেকেই অগোছাল ফুটবল খেলতে থাকে মেহতাবরা৷ মাঝমাঠ থেকে ডিফেন্স কোনও কিছুই যেন ঠিক হচ্ছিল না এদিন৷ এরই মধ্যে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে লাল-হলুদের সেন্ট্রাল ডিফেন্ডার গুরবিন্দের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে তারা৷ এরপর দ্বিতীয়ার্ধে দলের নতুন দুই বিদেশী উইলিস প্লাজা ও বুকেনিয়াকে নামিয়েও জয় নিশ্চিত করতে পারেননি কোচ মরগ্যান৷ খেলার শেষ মুহূর্তে বুকেনিয়ার গোল হার বাঁচায় ইস্টবেঙ্গলের৷
খালিদ জামিল বরাবরই ইস্টবেঙ্গলের গাঁট। মুম্বই এফসি-র কোচ থাকার সময় বহুবার লাল-হলুদের মুখের গ্রাস কেড়ে নিয়েছেন। এবার আইজলের কোচ হয়েও সেই রেকর্ড বজায় রাখলেন খালিদ।
ড্র দিয়ে আই লিগ শুরু ইস্টবেঙ্গলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jan 2017 08:19 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -