কলকাতা: ক্লাবের শতবর্ষে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য বিশেষ উপহার। এবার ডার্বি আইএসএলেও। আইএসএল খেলবে ইস্টবেঙ্গল, নবান্নে সাংবাদিক বৈঠকে বুধবার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইনভেস্টরের সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি হয়েছে। তিনি বলেছেন, ‘ফুটবলে স্পনসর একটা দিগন্ত খুলে দেবে। ফুটবল ছাড়া সম্পূর্ণ নয় বাংলা। অতিমারিতেও অনেকে এগিয়ে আসছেন। প্রতিযোগিতামূলক মানসিকতা নিয়ে খেলা হোক। বাংলা দেশকে পথ দেখায়।’ পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেছেন, ‘মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান, আমরা সব ক্লাবকেই ভালবাসি।’
প্রসঙ্গত, মোহনবাগান আগেই আতলেতিকো দে কলকাতার সঙ্গে যুক্ত হয়ে আইএসএলে খেলার ছাড়পত্র পেয়েছে। এবার আইএসএলেও ডার্বি দেখার অপেক্ষা শুরু হয়ে গিয়েছে সমর্থকদের।
এবার আইএসএলেও ডার্বি, খেলবে ইস্টবেঙ্গলও, নবান্নে ঘোষণা মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Sep 2020 04:31 PM (IST)
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইনভেস্টরের সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি হয়েছে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -