কলকাতা: আইন শৃঙ্খলা ভঙ্গ হওয়ার আশঙ্কা রয়েছে। এই কারণ জানিয়ে রবিবার, ১৮ অগাস্ট ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের (East Bengal vs Mohun Bagan) ম্যাচ বাতিল করা হয়েছে। ডুরান্ড কাপের (Durand Cup 2024) কলকাতা ডার্বি বাতিলের প্রতিবাদে ইতিমধ্যেই ঝড় উঠেছে। সমর্থকরা একজোট হয়ে ম্যাচ বাতিল হলেও, প্রতিবাদের ডাক দিয়েছে। এবার তাঁদের পাশেই দাঁড়ালেন ক্রীড়াজগত থেকে চলচ্চিত্র জগতের একাধিক ব্যক্তিত্ব।
রবিবাসরীয় কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, দুই দলের সমর্থকরাই একজোটে গ্যালারি থেকে আর জি করে (RG Kar Incident) নির্যাতিতার হয়ে সুবিচারের দাবি তুলবে বলে নির্ধারিত ছিল। তবে সেই ম্য়াচ বাতিল করে দিয়েছে কর্তৃপক্ষ। শনিবারই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদে ফুটবলপ্রেমীরা। আজ ম্যাচ বাতিল হলেও, দুই দলের সমর্থকরাই যুবভারতীর সামনে নির্যাতিতার হয়ে বিচারের দাবিও জানাবেন বলে কালই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছিল। কলকাতা ডার্বি বাতিল নিয়ে এবার সমালোচনায় মুখর বিশিষ্টজনেরা।
পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) যেমন নিজের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে একটি পোস্টার শেয়ার করেছেন সেখানে ইস্টবেঙ্গল ও মোহনবাগান মিলেমিশে একাকার। সরাসরি প্রশাসনকে কাঠগড়ায় তুলেই সেই পোস্টারে লেখা, 'মোহনবেঙ্গল ১০- রাষ্ট্র ০'। আবার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) নিজের পোস্টে লেখেন, 'প্রথম বার দুটো টিমের খেলায় তৃতীয় টিম হেরে গেছে!! দুই গ্যালারি এক স্বর জাস্টিস ফর আর জি কর'।
ইস্টবেঙ্গল ফুটবলার শৌভিক চক্রবর্তী আর জি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করলেও, সেই পোস্ট এবং অ্যাকাউন্ট দুইই ডিলিট করে দেওয়া হয়। তবে একই সুরে তাঁর বন্ধু তথা সতীর্থরা প্রতিবাদ জানান। মোহনবাগান প্রাক্তনী তথা ভারতীয় ফুটবলার প্রণয় হালদার (Pranoy Halder) নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'ঐতিহাসিক ডার্বি ম্যাচ না হবার জন্য আমি এবং আমরা সকলেই খুবই দুঃখিত। আমরা যত ডার্বি খেলি বা দেখি না কেন, প্রতিটি খেলাই, খেলার মানুষের কাছে আলাদা বিশেষত্ব থাকে এবং থাকবে। তবে আমি খুব খুশি যে এই গুরুত্বপূর্ণ কারণে বাঙালি সমাজ এক হয়েছে। ঘটি এবং বাঙাল দুই পক্ষই তাদের বোনের জন্য একসাথে দাড়িয়েছে। আমরা চাই, একজন সন্তান হিসেবে আর কোন মায়ের কোল খালি না থাকুক। তাই ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত যতই কঠিনই বাধা আসুক না কেন আমরা থামবো না। #সবার মুখ বন্ধ করা যাবেনা #justiceforRGKar'।
আরেক মোহনবাগান প্রাক্তনী প্রবীর দাসও (Prabir Das) এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এক ভিডিও শেয়ার করেন। প্রাক্তন মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল (Pritam Kotal) লেখেন, 'আমাদের সমাজের জন্য এটা একদমই ভাল উদাহরণ নয়। আমাদের এর থেকে ভাল কিছু প্রাপ্য এবং এর সঠিক বিচার চাই।'
গোটা ঘটনার প্রতিবাদ যে সাধারণ মানুষ থেকে সেলুলয়েড জগত, মাঠের তারকা সকলকে এক করে দিয়েছে, তা কিন্তু বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 'অস্ত্র নিয়ে যেতে হবে, ভয় পেলে চলবে না', ডার্বি ঘিরে ছিল হিংসার ছক? অডিও রেকর্ডিং প্রকাশ করল পুলিশ