নয়াদিল্লি: শনিবারের বৈঠকেও মিলল না আই লিগ ও আইএসএল নিয়ে সমাধানসূত্র। এদিন নয়াদিল্লিতে এআইএফএফ সভাপতি প্রফুল্ল প্যাটেলের সঙ্গে বৈঠকে বসেছিলেন আই লিগের ক্লাবগুলির কর্তারা। ছিলেন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়ও। তবে আই লিগের সব ক্লাব হাজির ছিল না এই বৈঠকে। ফেডারেশন সভাপতি জানিয়ে দেন, অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ, এএফসি কাপের ম্যাচ থাকায় ঘরোয়া টুর্নামেন্টের জন্য সময় মাত্র সাড়ে ৩ মাস। এর মধ্যেই শেষ করতে হবে টুর্নামেন্ট!


কিন্তু যদি আই লিগ ও আইএসএল এক না হয়, তবে মাত্র সাড়ে ৩ মাসে কীভাবে সম্ভব দুটি টুর্নামেন্ট! কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান জানিয়ে দেয়, এই প্রস্তাব নিয়ে ক্লাবের কার্যকরী কমিটির সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত জানাতে পারবে। আর সেই বৈঠকের আগে এআইএফএফ জানাক বৈঠকের মিনিটস। সেই মিনিটস্ ধরেই হবে আলোচনা। আগামী সপ্তাহেই আইএফএ-র সঙ্গে বৈঠকে বসবে দুই প্রধান। নিজেদের ক্লাবেও হবে বৈঠক।

পরিস্থিতি যা, তাতে আই লিগ ও আইএসএল নিয়ে ঝুলে রইল সিদ্ধান্ত। পরের সপ্তাহে কি বেরোবে সমাধানসূত্র? নাকি সময় কম থাকায়, আইএসএলের গুরুত্বই বাড়বে ক্রমশ! প্রশ্ন উঠতে শুরু করেছে ফুটবলমহলে।