বারাসত: আই লিগে ইস্টবেঙ্গলের হারের পালা অব্যাহত। টানা চার ম্যাচে হেরে তৃতীয় স্থানও অনিশ্চিত করে ফেলল ট্রেভর জেমস মর্গ্যানের দল। আজ ডিএসকে শিবাজিয়ান্সের কাছে হারের পর ১৬ ম্যাচে লাল-হলুদের পয়েন্ট ২৭। বেঙ্গালুরু এফসি ও শিলং লাজং এফসি সমসংখ্যক ম্যাচে ২৪ পয়েন্ট পেয়েছে। ফলে তৃতীয় স্থান নিশ্চিত করতে হলে শেষ দুটি ম্যাচে জয় পেতেই হবে ইস্টবেঙ্গলকে।
চ্যাম্পিয়ন হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছিল। আজ বারাসতে ইস্টবেঙ্গলের সম্মানরক্ষার লড়াই ছিল। কিন্তু সেই লড়াইয়েও হার মানলেন মেহতাব হোসেন, ওয়েডসনরা। আজ দলে কয়েকটি বদল করেন মর্গ্যান। এবারের আই লিগে এই প্রথম খেলার সুযোগ পান গোলকিপার শুভাশিস রায়চৌধুরী। বড় ম্যাচে লাল কার্ড দেখায় ছিলেন না উইলিস প্লাজা। জ্যাকিচাঁদ সিংহ, বিকাশ জাইরু, অবিনাশ রুইদাস, রবিন সিংহ, ক্রিস পাইনরা প্রথম দলে ছিলেন। পরিবর্ত হিসেবে নামেন লালরিন্দিকা রালতে, ওয়েডসন, রোমিও ফার্নান্ডেজ। কিন্তু তাতেও জয় এল না।
আজ ৩-৪-৩ ফর্মেশনে দল সাজান মর্গ্যান। বারবার বিপক্ষ গোলমুখে হানাও দেন লাল-হলুদ জার্সিধারীরা। কিন্তু ঢাল হয়ে দাঁড়ান শিবাজিয়ান্সের অভিজ্ঞ গোলকিপার সুব্রত পাল। ফলে গোল পাননি রবিন, রাউলিন বর্জেসরা। ২৯ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন জেরি।
টানা চার ম্যাচে হার, ইস্টবেঙ্গলের তৃতীয় স্থানও অনিশ্চিত
Web Desk, ABP Ananda
Updated at:
16 Apr 2017 08:06 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -