কলকাতা: গত ম্য়াচে কেরল ব্লাস্টার্সকে হারিয়ে চার ম্যাচ পরে জয়ের সরণীতে ফিরেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। তবে ঠিক পরের ম্যাচেই ফের আটকে গেল লাল হলুদের গাড়ি। ছয় গোলের রোমহর্ষক ম্য়াচে দুইবার এগিয়ে গিয়েও শেষমেশ এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল স্টিফেন কনস্ট্যান্টাইনের (Stephen Constantine) দলকে। ৩-৩ ড্র হল ম্যাচ। এটিই এ মরসুমে লাল হলুদের প্রথম ড্র। নর্থ ইস্টের বিরুদ্ধে জোড়া গোল করে এককভাবে এ মরসুমের আইএসএলের শীর্ষ গোলদাতা হয়ে গেলেন ক্লেটন সিলভা (Cleiton Silva)। তাঁর দখলে রয়েছে মোট ১২টি গোল।
ক্ষুব্ধ ইস্টবেঙ্গল কোচ
এই নিয়ে ম্যাচ জেতার পরিস্থিতি থেকে এ মরসুমে ইস্টবেঙ্গল মোট ১১ পয়েন্ট নষ্ট করল। ম্যাচের পর দলের পারফরম্যান্সে ক্ষুুব্ধ লাল হলুদ কোচ খেলোয়াড়দের একাগ্রতা নিয়েই প্রশ্ন তুলে দেন। কনস্ট্যান্টাইন বলেন, 'আমার মনে হয় ম্যাচের মাঝে আমরা একাগ্রতা হারিয়ে ফেলি। আমরা ম্য়াচের পরিস্থিতি অনুযায়ী খেলিনি এবং আমাদের দলে দক্ষতার অভাবও খুব স্পষ্টভাবেই দেখা যায়। আমরা ভেবেছিলাম আমরা বড় দল এবং সহজেই নর্থইস্টকে হারিয়ে দেব। পরিকল্পনামাফিক খেলে ম্যাচে এগিয়েও যাই। তবে তারপরেই আমাদের মধ্যে গা ছাড়া মনোভাব দেখা যায়।'
কনস্ট্যান্টাইনের দাবি নর্থইস্টের, 'ওদের গোলগুলি যে দুরন্ত গোল ছিল, তা বলা চলে না। ওদের তিনটি গোলই আমাদের ভুলে হয়েছে। আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। গোটা মরসুম জুড়ে আমরা এমনটাই তো করে আসছি। তবে মরসুমের এই সময়ে এসে আমরা আর কী ই করতে পারি। আর তিন ম্যাচ বাকি রয়েছে। সেই তিন ম্যাচে কী হয় দেখা যাক।'
ম্যাচের বিবরণ
এদিন ক্লেটন সিলভা ম্যাচের ১০ মিনিটেই লাল হলুদকে এগিয়ে দেন। তবে ৩০ ও ৩২ মিনিটে দুই গোল করে ম্যাচে লিড নিয়ে নেয় নর্থইস্ট। পার্থিব গগৈই ও জিথিন হাইল্যান্ডার্সের হয়ে গোল করেন। অবশ্য প্রথমার্ধ শেষের আগেই দুরন্ত ওভারহেড কিকে ইস্টবেঙ্গলকে সমতায় ফেরান দলের নতুন ফরোয়ার্ড জ্যাক জার্ভিস। দ্বিতীয়ার্ধে লাল হলুদের হয়ে পেনাল্টি থেকে গোল করে ফের একবার দলকে এগিয়ে দেন ক্লেটন। তবে ঠিক যখন মনে হচ্ছিল টানা দুই ম্যাচে জয় পাবে ইস্টবেঙ্গল। তখনই ৮৫ মিনিটের মাথায় নর্থইস্টের হয়ে ম্যাচে সমতা ফেরান ইমরান খান।
এই ড্রয়ের পর ১৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় নয় নম্বরেই রইল ইস্টবেঙ্গল। লাল হলুদের পরে ম্যাচ রবিবার, ১২ ফেব্রুয়ারি চেন্নাইয়িনের বিরুদ্ধে।
আরও পড়ুন: ফের ইংল্যান্ডেই বসছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আসর, কবে আয়োজিত হবে ম্যাচ?