কলকাতা: প্রথম দিনের শুরুতেই ঈশান্ত শর্মার বিধ্বংসী স্পেল। ঝুলিতে পাঁচ উইকেট। দ্বিতীয় দিনে অধিনায়ক বিরাট কোহলির শতরান (১৩৬)। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে গোলাপি বলের টেস্টে শতরান বিরাটের। একই সঙ্গে প্রথম ভারত অধিনায়ক হিসেবেও দিনরাতের টেস্টে শতরান করলেন কোহলি। ওই দিনই আবারও ঈশান্তের আগুনে স্পেলে ছাড়খার বাংলাদেশ। আর তৃতীয় দিনের সকালে উমেশ বলে একের পর এক আত্মসমর্পণ বেঙ্গল টাইগারদের। দ্বিতীয় বোলার হিসেবে গোলাপি বলে ৫ উইকেট উমেশের ঝুলিতে। এর মধ্যে বাংলাদেশের হয়ে একা লড়লেন মুশফিকুর রহিম। ইডেনে ৭৪ রানের ইনিংস খেলে গেলেন এই অভিজ্ঞ বাঙালি ব্যাটসম্যান।







 খেলার ফল:

টসে জিতে প্রথম ব্যাট করে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়ে যায় মমিনুল হকের দেশ। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩৪৭ রান করে ইনিংস ডিক্লেয়ার করে ভারত। দ্বিতীয় ইনিংসে বড় লিড তাড়া করতে নেমে বাংলাদেশ থামে ১৯৫ রানে। লিগামেন্টে চোট পাওয়ার কারণে আর ব্যাট করতে পারেননি মাহমুদ্দুলাহ। ভারত গোলাপি বলের টেস্ট জেতে এক ইনিংস ও রানে।

ইন্দৌর টেস্টেও ভারত বাংলাদেশকে হারিয়েছিলে এক ইনিংস ও ১৩০ রানে। লাগাতার এই জয় সিরিজও তালুবন্দি করল ভারত। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন ঈশান্ত শর্মা।