দেখুন, ছেলে ইজহানের সঙ্গে সানিয়ার প্রথম ইদ পালনের ছবি
web desk, ABP Ananda | 06 Jun 2019 08:03 AM (IST)
সনাতনী সাজে সানিয়াকে লাগছিল বেশ অন্যরকম। সঙ্গে নীল-সবুজ সারারায় নজর কাড়লেন সানিয়ার বোন আনম। সঙ্গে ছিলেন সানিয়ার বাবা-মাও। তবে ছবিতে সবটুকু নজর কেড়ে নিল পরিবারের কনিষ্ঠ সদস্যটি।
বাবা সোয়েব মালিক ওয়ার্ল্ড কাপ খেলতে ইংল্যান্ডে। তাই খুশির ইদটা বাবাকে ছাড়াই কাটল সানিয়া-সোয়েব পুত্র ইজহানের। কিন্তু দাদু-দিদা, মা-মাসির সঙ্গে বেশ আনন্দেই জীবনের প্রথম ইদ পালন করল ইজহান। সাজগোজেও ছিল চমক। টেনিস তারকা মায়ের কোল আলো করে রইল ছোট্ট ইজহান। সানিয়াপুত্রের ইদ পালনের ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। সনাতনী সাজে সানিয়াকে লাগছিল বেশ অন্যরকম। সঙ্গে নীল-সবুজ সারারায় নজর কাড়লেন সানিয়ার বোন আনম। সঙ্গে ছিলেন সানিয়ার বাবা-মাও। তবে ছবিতে সবটুকু নজর কেড়ে নিল পরিবারের কনিষ্ঠ সদস্যটি। সানিয়ার সঙ্গে ইদের আনন্দে সামিল হয়েছিলেন বাবা ইমরান মির্জা ও মা নাসিমা। কখনও মায়ের কোলে, কখনও আবার মাসির কোলে ঘুরতে দেখা গেল জুনিয়র সোয়েবকে। সেই সব ছবিই সকলের সঙ্গে ভাগ করে নিলেন সানিয়া ও আনম। দেখুন সেই সব ছবি। দেখুন, মা সানিয়ার কোলে ছোট্ট ইজহান। মাসি আনমের সঙ্গে ইজহানের খুশির ইদ পালনের ছবি দেখুন। ইদের আনন্দে মাতোয়ারা দুই বোন, সানিয়া ও আনম। দেখুন ইদ পালনের আরও কিছু ছবি।