লন্ডন: লর্ডস টেস্টের পঞ্চম তথা শেষ দিন শুধু ইংরেজ বোলারদের গুলিগোলা নয়, ভারতীয় টেল এন্ডারদের সামলাতে হল ব্রিটিশ শিবিরের স্লেজিংও। তবে স্লেজিংয়ের মুখে পড়েও দমে যাননি ভারতীয় টেল এন্ডাররা। পাল্টা জবাব দেন।


সোমবার লর্ডস টেস্টের পঞ্চম তথা শেষ দিন ভারত ও ইংল্যান্ড, দুই শিবিরের রুদ্ধশ্বাস লড়াই চলছে। ভারতের এখনও পর্যন্ত আড়াইশো রানেরও বেশি লিড রয়েছে। ক্রিজে রয়েছেন মহম্মদ শামি এবং যশপ্রীত বুমরা। লোয়ার অর্ডারের দুই ব্যাটসম্যানই ব্যাট হাতে প্রত্যাঘাত করেছেন। পার্টনারশিপ ভাঙার হাজারো চেষ্টা করেও ব্যর্থ হন ইংরেজ ক্রিকেটারেরা। শেষ পর্যন্ত বুমরা-শামির মনঃসংযোগ নষ্ট করার জন্য স্লেজিংয়ের রাস্তা বেছে নেন জস বাটলাররা।


ভারতের দ্বিতীয় ইনিংসের ৯১তম ওভারের ঘটনা। ওভার শেষ হওয়ার পরই বুমরার উদ্দেশে মার্ক উড এবং উইকেটকিপার জস বাটলারকে কিছু বলতে দেখা যায়। তার আগে জেমস অ্যান্ডারসন ও বুমরার মধ্যেও বাগযুদ্ধ বেঁধেছিল। এরপর বুমরাও জবাব দিতে শুরু করেন। বাটলার ও বুমরার মধ্যেও বাগযুদ্ধ শুরু হয়।



পরিস্থিতি সামাল দিতে আম্পায়ারকে আসরে নামতে হয়েছিল। তিনি বাগযুদ্ধে জড়িয়ে পড়া দুই ক্রিকেটারকে সংযত হতে বলেন। কিছু ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে বুমরা এবং বাটলারের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় চলছে। দেখা গিয়েছে, অ্যান্ডারসন ও মার্ক উডও বুমরাকে কিছু বলছেন। স্টাম্প মাইক্রোফোনে বুমরার কণ্ঠ ধরা পড়ে। সেখানে তাঁকে বাটলারকে জবাব দিতে শোনা যায়।


গোটা ঘটনার সময় উত্তেজিত হয়ে পড়েন বিরাট কোহলি। তিনি লর্ডসের বিখ্যাত ব্যালকনিতে দাঁড়িয়ে গোটা ঘটনাটি দেখেন। তার পরের বলেই উডকে চার মারেন বুমরা। উত্তেজিত হয়ে হাততালি দিতে থাকেন কোহলি।


২৯৮/৮ স্কোরে ইনিংস ডিক্লেয়ার করল ভারত। অবিচ্ছেদ্য নবম উইকেটে ৮৯ রান যোগ করলেন শামি ও বুমরা। ৬০ ওভারে ম্যাচ জিততে ২৭২ রান করতে হবে ইংল্যান্ডকে।