লন্ডন: আশঙ্কা ছিলই। শেষ পর্যন্ত সেটাই হল। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য লর্ডসে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন শার্দুল ঠাকুর।


প্রথম টেস্টে চার উইকেট নিয়েছিলেন শার্দুল। তাঁর বোলিং প্রশংসিত হয়েছিল সর্বত্র। তবে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছিলেন। বুধবার তিনি লর্ডসে দলের অনুশীলনে এসেছিলেন। তবে বোলিং করেননি। জিমে সময় কাটান ফিজিও নীতিন পটেল ও ট্রেনার নিক ওয়েবের তত্ত্বাবধানে।


পরে সাংবাদিক সম্মেলনে বিরাট কোহলি জানান, হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে শার্দুলের। তবে তৃতীয় টেস্টের আগে তিনি ফিট হয়ে যাবেন বলে জানান বিরাট।


শার্দুলের পরিবর্তে দ্বিতীয় টেস্টে কে খেলবেন? ধন্দে ভারতীয় শিবির। কেউ কেউ বলছেন খেলানো হোক আর অশ্বিনকে। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারবেন। আবার কারও কারও মতে, খেলানো হতে পারে অভিজ্ঞ ইশান্ত শর্মাকে। কেউ আবার উমেশ যাদবের কথাও বলছেন। কারণ, রিভার্স স্যুইং কার্যকরী হলে উমেশের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।


লর্ডস টেস্টের আগে চোট সমস্যায় জর্জরিত ইংল্যান্ড শিবিরও। স্টুয়ার্ট ব্রডের পর এবার জেমস অ্যান্ডারসনের চোট নিয়ে উদ্বেগ। অ্যান্ডারসনের কোয়াড মাসলে চোট রয়েছে বলে সূত্রের খবর। বুধবার ইংল্যান্ড দলের ক্রিকেটারদের সঙ্গে প্র্যাক্টিস করেননি ব্রিটিশ পেসার।


চোট রয়েছে স্টুয়ার্ট ব্রডেরও। তাঁর খেলা নিয়েও ঘোরতর অনিশ্চয়তা তৈরি হয়েছে জো রুটদের শিবিরে। ব্রডের কাফ মাসলে চোট রয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা লর্ডস টেস্টে তাই তিনিও অনিশ্চিত। পরিবর্তিত পরিস্থিতিতে পেসার সাকিব মাহমুদকে বিকল্প হিসাবে ইংল্যান্ড দলে যোগ দিতে বলা হয়েছে।


বৃষ্টির জন্য প্রথম টেস্ট ড্র হলেও, প্রথম টেস্টের শিক্ষাকে কাজে লাগিয়ে পরবর্তী চার টেস্টে মাঠে নামতে চায় ইংল্যান্ড। নটিংহ্যাম টেস্টে একটা সময় মনে হয়েছিল ভারত জিতে মাঠ ছাড়বে। প্রথম টেস্টে ব্রিটিশ সিংহদের উপর ছড়ি ঘুরিয়েছিল বিরাট ব্রিগেড। ট্রেন্ট ব্রিজ টেস্টে মিডল অর্ডারের ব্যাটিং দুর্বলতা টের পেয়েছিলেন ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড। জো রুট শতরান না করলে ম্যাচের ফল ড্র-এর বদলে অন্য কিছু হতেই পারত। তাই সিরিজের দ্বিতীয় টেস্টে নামার আগে দলে কিছু পরিবর্তন করতে চান ইংল্যান্ডের কোচ।