লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে হেরে যাওয়ার পর পঞ্চম টেস্টে খেলতে নেমেছে ভারত। নিয়মরক্ষার এই টেস্টে ভারতের প্রথম একাদশে দুটি পরিবর্তন হয়েছে। হার্দিক পান্ড্যর জায়গায় দলে নেওয়া হয়েছে হনুমা বিহারীকে। টেস্ট ক্রিকেটে অভিষেক হল ২৪ বছরের হনুমার। অন্যদিকে, চোটের জন্য দলের বাইরে রাখা হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে। তাঁর জায়গায় নেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজাকে। সিরিজে এই প্রথম খেলছেন জাদেজা। ভারতের এই প্রথম একাদশ বাছাই নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ব্যাটসম্যান সুনীল গাওস্কর। চলতি সিরিজে এর আগেও ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক দল বাছাই নিয়ে ও বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।
এবার পঞ্চম টেস্টে প্রথম একাদশে হনুমা বিহারীকে রাখা নিয়ে প্রশ্ন তুললেন গাওস্কর। ম্যাচের ধারাভাষ্য দিতে গিয়ে গাওস্কর বলেছেন, আগে থেকেই দলে থাকা কোনও ব্যাটসম্যান থাকলে তাহলে সদ্য যোগ দেওয়া খেলোয়াড়কে প্রথম একাদশে নেওয়া হয়েছে। এক্ষেত্রে গাওস্কর করুণ নায়ার থাকতেও কেন হনুমাকে নেওয়া হল সেই প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, যে ব্যাটসম্যানের টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি রয়েছে তাকে প্রথম একাদশের বাইরে রেখে হনুমাকে প্রথম একাদশে রাখা হয়েছে। গাওস্কর বলেছেন, করুণ নায়ারকে দলে রাখা উচিত ছিল।
টিম ম্যানেজমেন্টকে একহাত নিয়ে গাওস্কর বলেছেন, দলে এমন খেলোয়াড় রয়েছেন যাঁকে বেশ কয়েকবার সুযোগ দেওয়ার পরও কাজে লাগাতে পারেনি। এরপরও তাকে প্রথম একাদশে রাখা হয়েছে। অন্যদিকে, ডাবল-ট্রিপল সেঞ্চুরিকারী ব্যাটসম্যানকে দলে রাখা হয়েছে।