বার্মিংহাম: বাইশ গজের লড়াইয়ে দুই দেশ মুখোমুখি হওয়া মানেই সম্প্রতি দেখা যায় ধুন্ধুমার লড়াই। ২০১৯ বিশ্বকাপের ফাইনালের  সেই রুদ্ধশ্বাস লড়াই এখনও অনেকের মনে টাটকা। ইংল্যান্ড বনাম নিউজ়িল্যান্ডের (England vs NZ) ক্রিকেটীয় দ্বৈরথের ঝাঁঝ বাড়ছে।                     


দুই দেশের টি-টোয়েন্টি সিরিজেও (T20 Series) সেই হাড্ডাহাড্ডি লড়াই। চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ২-০ এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। বাকি দুই ম্যাচের একটিতে জিতলেই ট্রফি নিশ্চিত ছিল। কিন্তু এজবাস্টনে দুরন্ত প্রত্যাঘাত করল নিউজ়িল্যান্ড। ৭৪ রানের বিরাট ব্যবধানে হারিয়ে দিল ইংল্যান্ডকে। সিরিজের ফয়সালা হবে মঙ্গলবার, শেষ টি-টোয়েন্টি ম্যাচে।                    


কিউয়িদের জয়ের নায়ক ফিন অ্যালেন। ৫৮ বলে বিধ্বংসী ৮৩ রান করলেন তিনি। ম্যাচের সেরাও হয়েছেন ফিন অ্যালেন। মাত্র ২৭ বলে হাফসেঞ্চুরি করলেন গ্লেন ফিলিপ্সও। প্রথমে ব্যাট করে নিউজ়িল্যান্ড তোলে ২০২/৫। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে এটাই নিউজ়িল্যান্ডের সর্বোচ্চ স্কোর। জবাবে ১৮.৩ ওভারে মাত্র ১২৮ রানে অল আউট হয়ে গেল ইংল্যান্ড। ৭৪ রানে ম্যাচ জিতে সিরিজ বাঁচিয়ে রাখল নিউজ়িল্যান্ড।


 






২০৩ রান তাড়া করতে নেমে ৯ ওভারের মধ্যে ৫৫/৪ হয়ে গিয়েছিল ইংল্যান্ড। তবে সেখান থেকে পাল্টা লড়াই শুরু করেছিলেন জস বাটলার। গত আইপিএলে রাজস্থান রয়্যালসের(Rajasthan Royals)  জার্সিতে যিনি অনবদ্য ছন্দে ছিলেন। ২১ বলে ৪০ রান করার পর তিনি ফিরতেই ইংল্যান্ডের লড়াই থেমে যায়। কাইল জেমিসন  ও ইশ সোধি ৬ উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন।    


                






আরও পড়ুন: তাঁর গোলেই এসেছে খেতাব, ডুরান্ড জয় কাকে উৎসর্গ করলেন ফাইনালের নায়ক পেত্রাতোস?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial