লন্ডন: আসন্ন অ্যাশেজ সিরিজের জন্য ঘোষিত হল ১৬ সদস্যর ইংল্যান্ড দল। এই দলে রাখা হয়েছে সহ-অধিনায়ক বেন স্টোকসকে। ব্রিস্টলে এক যুবককে মারধর করে গ্রেফতার হওয়ার পরেও স্টোকসকে দলে রেখেছে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড। এছাড়া এখনও পর্যন্ত টেস্ট না খেলা তিন খেলোয়াড়কেও দলে রাখা হয়েছে। তাঁরা হলেন সমারসেটের পেসার ক্রেগ ওভারটন, লেগস্পিনার ম্যাসন ক্রেন ও উইকেটকিপার বেন ফোকস।

রবিবার গভীর গ্রেফতার করা হয় স্টোকসকে। এক যুবক অভিযোগ করেন, মেরে তাঁর মুখ ফাটিয়ে দিয়েছেন এই অলরাউন্ডার। ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্টোকসকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে সোমবার সকালে তাঁকে ছেড়ে দেয় পুলিশ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের চতুর্থ ম্যাচে খেলছেন না স্টোকস। তাঁর আঙুলে চোট রয়েছে বলেও জানা গিয়েছে। তবে অ্যাশেজে খেলবেন তিনি।