কলকাতা: ইডেনে হোয়াইটওয়াশ হল না। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে অসাধারণ লড়াই করেও ইংল্যান্ডের কাছে পাঁচ রানে হেরে গেল ভারত। কাজে লাগল না কেদার যাদবের (৯০) অসাধারণ ইনিংস। সিরিজের ফল হল ২-১। এবারের ভারত সফরে প্রথম জয় পেল ইংল্যান্ড।

এদিন ইডেনে নিয়মরক্ষার ম্যাচে টসে জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এই ম্যাচে ভারতীয় দলে একটি পরিবর্তন হয়। চোটের জন্য দলের বাইরে থাকতে হয় বাঁ হাতি ওপেনার শিখর ধবনকে। তাঁর বদলে খেলেন অজিঙ্ক রাহানে।

প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩২১ রান করে ইংল্যান্ড। বড় রান করেন ওপেনার জেসন রয় (৬৫), জনি বেয়ারস্টো (৫৬) ও বেন স্টোকস (৫৭ অপরাজিত)। ভারতের হয়ে হার্দিক পাণ্ড্য ৪৯ রানে ৩ উইকেট এবং রবীন্দ্র জাডেজা ৬২ রানে ২ উইকেট নেন।

বড় রান তাড়া করতে নেমে শুরুতেই অজিঙ্ক রাহানে (১) ও লোকেশ রাহুলের (১১) উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। এরপর বিরাট (৫৫) ও যুবরাজ সিংহের (৪৫) হাত ধরে ঘুরে দাঁড়ায় ভারত। কিন্তু বিরাট, যুবরাজ ও মহেন্দ্র সিংহ ধোনি (২৫) ফিরে যাওয়ায় ফের চাপে পড়ে যায় ভারত।

এই অবস্থা থেকে দলের হাল ধরেন হার্দিক পাণ্ড্য (৫৬) ও কেদার। হার্দিক একদিনের ম্যাচে প্রথম অর্ধশতরান করলেন। এই জুটিতে ১০৪ রান যোগ হয়। গোটা মাঠ যখন ধরে নিয়েছে, এই জুটিই ভারতকে ম্যাচ জিতিয়ে দেবে, ঠিক তখনই বেন স্টোকসের বলে বোল্ড হয়ে যান হার্দিক।

এরপর কেদারের সঙ্গে যোগ দেন রবীন্দ্র জাডেজা। শেষ চার ওভারে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৪১ রান। ৪৭তম ওভারের শেষ বলে ক্রিস উকসের বলে জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান জাডেজা (১০)।

এরপর ক্রিজে আসেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু তিনি মাত্র এক রান করেই প্যাভিলিয়নে ফেরেন। এরপর ব্যাট করতে আসেন ভুবনেশ্বর কুমার। ৪৯তম ওভারে সাত রান নেন কেদার। ফলে শেষ ওভারে জয়ের জন্য ভারতের দরকার ছিল ১৬ রান। উকসের প্রথম বলেই ছক্কা মেরে ম্যাচ জমিয়ে দেন কেদার। পরের বলে বাউন্ডারি। তৃতীয় ও চতুর্থ বলে কোনও রান করতে পারেননি কেদার। পঞ্চম বলে ছক্কা মারতে গিয়ে তিনি আউট হয়ে যান। শেষ বলে দরকার ছিল ৬ রান। কিন্তু ভুবনেশ্বর কোনও রান করতে পারেননি। ৯ উইকেটে ৩১৬ রান করে ভারত। ফলে জয় পায় ইংল্যান্ড।