লন্ডন: লজ্জার হার লর্ডসে। অ্যান্ডারসন-ব্রডদের বিষাক্ত বোলিংয়ের সামনে অসহায় কোহালি থেকে রাহানেরা। লর্ডস টেস্টের প্রথম দিন বৃষ্টি। আর দ্বিতীয় দিন ছিল ভারতের লজ্জার প্রথম ইনিংস। শনিবার ক্রিস ওকসের দুরন্ত সেঞ্চুরির সুবাদে যখন ইংল্যান্ডে রানের এভারেস্টে, তখনই লর্ডসে ভারতের ললাটলিখন প্রস্তুত। ভরসা শুধুমাত্র সেই বিরাট।


রবিবার ৭ উইকেটে ৩৯৬ রান করে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ইংল্যান্ড। লিড ২৮৯ রানের। জবাবে ব্যাট করতে নেমে একেবারে প্রথম ইনিংসেরই যেন ফটোকপি ভারতের দ্বিতীয় ইনিংসে। ওপেনিং জুটিতে সেই কাঁপুনি। মিডলঅর্ডারে অপরিণত ব্যাটিং। যার ফল, ব্রড-অ্যান্ডারসনদের সুইং ক্রমশ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হয়ে উঠেছে। ৬১ রানে ৬ উইকেট হারিয়ে যখন ভারত ধুঁকছে, তখন কিছুটা লড়াই অশ্বিন-পাণ্ড্য জুটির। তবে সেটা বিশাল রানের টার্গেটের কাছে কিছুই নয়। মাত্র ১৩০ রানেই শেষ ভারতের দ্বিতীয় ইনিংস। ৪টি করে উইকেট অ্যান্ডারসন ও ব্রডের।


লর্ডসের টেস্ট ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার ইনিংসে হার ভারতের। ১৯৭৪ সালের পর। আর এই লজ্জার হারের পর উঠতে শুরু করেছে জোরালো বেশ কয়েকটি প্রশ্ন। ওপেনিং জুটি নিয়ে এত পরীক্ষা নিরীক্ষা কেন? মিডল অর্ডারে পূজারা-রাহানেদের পারফরম্যান্স প্রশ্নের মুখে। তবে সবচেয়ে বেশি প্রশ্ন কোচ রবি শাস্ত্রীর ভূমিকা নিয়ে।