চট্টগ্রাম: তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচ জিতে বাংলাদেশের বিরুদ্ধে ২-১ ফলে সিরিজ জিতে নিল ইংল্যান্ড। ফলে ঘরের মাঠে টানা ৬টি দ্বিপাক্ষিক সিরিজে অপরাজিত থাকা বাংলাদেশ এবার হারের মুখ দেখল।
চট্টগ্রামে সিরিজের তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ২৭৭ রান তোলে বাংলাদেশ। তামিম ইকবাল ৪৫, ইমরুল কায়েস ৪৬, সাব্বির রহমান ৪৯ এবং মুশফিকুর রহিম অপরাজিত ৬৭ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে ১৩ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড। স্যাম বিলিংস ৬২ এবং বেন ডাকেট ৬৩ রান করেন। বেন স্টোকস ৪৭ রানে অপরাজিত থাকেন।
একদিনের সিরিজে বাংলাদেশকে হারাল ইংল্যান্ড
Web Desk, ABP Ananda
Updated at:
13 Oct 2016 05:40 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -