কলকাতা ও গুয়াহাটি: লড়াইটা ছিল দুই নক্ষত্রের। কিন্তু, তারকাযুদ্ধ ছাপিয়ে জিতল দলগত সংহতি। স্যাঞ্চোর ব্যর্থতা ঢেকে দিলেন অ্যাঞ্জেল গোমস, এমিল স্মিথরা। যুবভারতীতে যুব বিশ্বকাপে ইরাককে ৪-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড। মঙ্গলবার যুবভারতীতেই জাপানের বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচ খেলবে থ্রি লায়ন্স।


এই প্রথম জাতীয় দলের আর্মব্যান্ড পরে মাঠে নামলেন গোমস। সেটাই তাতিয়ে দিয়েছিল হয়তো। ম্যাচের ১১ মিনিটে দুর্দান্ত গোল। সতীর্থের বাড়ানো বল থেকে নিখুঁত শটে জালে বল। প্রথমার্ধে ইরাক বক্সেই থ্রি লায়ন্সের আক্রমণের ঝাঁঝ। এরই মধ্যে একবার পেনাল্টি পায় ইংল্যান্ড। কিন্তু জালে বল রাখতে ব্যর্থ ইংল্যান্ডের যুব দলের তারকা স্যাঞ্চো। সেই আক্ষেপ অবশ্য মিটল দ্বিতীয়ার্ধে। এ-ম্যাচেই বিশ্বকাপ অভিষেক হয় আর্সেনালের জুনিয়র দলের স্মিথের। আর যুবভারতীর ৫৬ হাজার দর্শকের বজ্রনির্ঘোষের মধ্যেই করলেন কেরিয়ারের প্রথম গোল। এরপর ড্যানিয়েল লোডারের জোড়া গোল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামলেও তেমন দাগ কাটতে পারলেন না ইরাকি তারকা মহম্মদ দাউদ। গোলের একটি সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট। এদিন আবার হলুদ কার্ডও দেখলেন তিনি। দু’টি ম্যাচে দু’টি হলুদ কার্ড। ফলে  মালির বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালে নেই দাউদ।



যুবভারতীতে এদিনের প্রথম ম্যাচে ইতিহাস তৈরি হল। প্রথম মহিলা রেফারি হিসেবে পুরুষদের বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করলেন এস্থার স্টাবলি। এই ম্যাচে জাপানের সঙ্গে ১-১ ড্র করে চমক দিল নিউ ক্যালিডোনিয়া। ৭ মিনিটে গোল করে জাপানকে এগিয়ে দেন কেইটো নাকামুরা। ৮৩ মিনিটে সেই গোল শোধ করে দেন নিউ ক্যালিডোনিয়ার অধিনায়ক জেকব জেনো। ড্র করেও অবশ্য পরের রাউন্ডে চলে গেল জাপান।

শনিবার গুয়াহাটিতে গ্রুপ ই-র অন্য ম্যাচে এক গোলে পিছিয়ে পড়েও শেষপর্যন্ত হন্ডুরাসকে ৫-১ উড়িয়ে দিল ফ্রান্স। জোড়া গোল অ্যালেক্সিস ফ্লিপসের। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স। গুয়াহাটিতে গ্রুপ এফ-এর অন্য ম্যাচে চিলের সঙ্গে গোলশূন্য ড্র করে পরের রাউন্ডে চলে গেল মেক্সিকো।

এদিনই আবার যুবভারতীতে যুব বিশ্বকাপের টিকিটের কালোবাজারির অভিযোগে আটক খোদ ফিফার স্বেচ্ছাসেবক! স্টেডিয়ামের দু’টি গেট থেকে আটক করা হয় মোট সাতজনকে। তাঁদের মধ্যে তিনজন ফিফার স্বেচ্ছাসেবক। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।