লন্ডন: এবারের অ্যাশেজ ৪-০ ফলে জিতেছে অস্ট্রেলিয়া। চতুর্থ টেস্ট ম্যাচই শুধু ড্র করতে পেরেছে ইংল্যান্ড। বাকি সব টেস্টেই সহজ জয় পেয়েছে অসিরা। কিন্তু এরকম লজ্জাজনক হারের পরেও, হোবার্টে সিরিজ শেষ হওয়ার পর অস্ট্রেলিয়ার কয়েকজন ক্রিকেটারের সঙ্গে ইংল্যান্ড দলের কয়েকজন সদস্য পানাহারে যোগ দেন। ট্রেভিস হেড, নাথান লিঁয়, অ্যালেক্স কেরির সঙ্গে উল্লাসে মেতে উঠতে দেখা যায় জো রুট, জেমস অ্যান্ডারসনকে। তাঁদের হইহুল্লোড়ে হোটেলে থাকা অন্যান্য ব্যক্তিরা এতটাই বিরক্ত হন, তাঁরা পুলিশে খবর দিতে বাধ্য হন। স্থানীয় সময় অনুযায়ী, সোমবার সকাল ৬টা নাগাদ হোটলে পৌঁছয় পুলিশ। ক্রিকেটারদের নিজেদের ঘরে চলে যেতে বলেন পুলিশকর্মীরা। সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের উল্লাসের ভিডিও ভাইরাল। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি) এই ঘটনার তদন্ত শুরু করেছে।


টাসমানিয়া পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘মদ্যপরা অন্যদের বিরক্ত করছে, এই অভিযোগ পেয়ে সোমবার সকাল ৬টায় পুলিশকর্মীরা ক্রাউন প্লাজা হোবার্টে পৌঁছন। ওই হোটেলে যাঁরা ছিলেন, তাঁদের সঙ্গে কথা বলেন পুলিশকর্মীরা। ওই হোটেলে নিজেদের ঘরের বাইরে যাঁরা ছিলেন, তাঁদের ঘরে চলে যেতে বলা হয়। এই ঘটনায় পুলিশ আর কোনও ব্যবস্থা নেবে না।’


ইসিবি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘সোমবার ভোরে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দলের কয়েকজন সদস্য হোবার্টের হোটেলে একসঙ্গে পানীয়ের আসরে বসেছিলেন। হোটেলের এক কর্মী অভিযোগ করেন, ক্রিকেটাররা এত হইহুল্লোড় করছেন, তিনি ঘুমোতে পারছেন না। এই অভিযোগ পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে যায়। টাসমানিয়া পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ যখন ক্রিকেটারদের তাঁদের ঘরে চলে যেতে বলে, তখন তাঁরা ঘরে চলে যান। এই ঘটনার জন্য ইংল্যান্ড দলের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। ইসিবি এই ঘটনার তদন্ত করবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা এ বিষয়ে আর কোনও মন্তব্য করব না।’