লন্ডন: ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে নাস্তনাবুদ হয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। ইংল্যান্ডের পরিবেশ-পরিস্থিতিতে বরাবরই সমস্যায় পড়তে দেখা যায় ভারতীয় ব্যাটারদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যার অন্যথা হয়নি।


এরই মাঝে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে জানিয়ে দেওয়া হল, পরের দুই ইংল্যান্ড সফরে কোন কোন মাঠে টেস্ট ম্যাচ খেলতে হবে ভারতকে (Ind vs Eng)।


বুধবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, ২০২৫ ও ২০২৯ সালে ইংল্যান্ড সফর করবে ভারতীয় দল। ২০২৫ সালে টেস্ট সিরিজে ভারতকে খেলতে হবে লর্ডস, ওভাল, এজবাস্টন, হেডিংলে ও ওল্ড ট্র্যাফোর্ডে। ২০২৯ সালে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ৫টি টেস্ট খেলবে লর্ডস, ওভাল, এজবাস্টন, ওল্ড ট্র্যাফোর্ড ও সাদাম্পটনে।


সেরে উঠছেন পন্থ


গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম ঋষভ পন্থ (Rishabh Pant) দ্রুত সুস্থ হয়ে উঠছেন। কেমন আছেন জাতীয় দলের তারকা উইকেটকিপার? তাঁর শারীরিক অবস্থার সাম্প্রতিকতম আপডেট কী?


বুধবার পন্থ নিজেই একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যাতে আসলে রয়েছে দুটি ভিডিওর কোলাজ। ভিডিওর প্রথমে দেখা যাচ্ছে একটা পুরনো ক্লিপিং। দেখা যাচ্ছে, সিঁড়ি ভেঙে ওপরে উঠছেন পন্থ। বাঁ পা স্বাভাবিক ছন্দে ভাঁজ করে সিঁড়িতে ফেললেও, অস্ত্রোপচার হওয়া ডান পা ভাঁজ করতে পারছেন না। কয়েক স্টেপ করে উঠছেন। আর দাঁড়িয়ে দম নিচ্ছেন। হাঁটুতে মোটা স্ট্র্যাপ জড়ানো। বোঝাই যাচ্ছে যে, সিঁড়ি দিয়ে উঠতে বেশ কষ্ট করতে হচ্ছে পন্থকে।


ভিডিওর শেষ লগ্নে পন্থের হাঁটুর বর্তমান পরিস্থিতি দেখা গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, তরতরিয়ে সিঁড়ি ভেঙে ওপরে উঠছেন রুরকির উইকেটকিপার-ব্যাটার। মুখে স্বস্তির হাসি। বোঝাই যাচ্ছে যে, অনেকটাই সেরে উঠেছেন পন্থ।


গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে তাঁকে মাঠে কবে দেখা যাবে, তা নিয়ে জল্পনা চলছে। আইপিএলে তিনি খেলতে পারেননি। তাঁর পরিবর্তে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। মুখ থুবড়ে পড়েছিল দল।


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অনেকেই তাঁর অভাব টের পেয়েছেন। বিশেষ করে যেভাবে তিনি চাপের মুখে পাল্টা আক্রমণে প্রতিপক্ষ শিবিরে প্রত্যাঘাত করেন, ওভালে সেটা অস্ট্রেলিয়ার পরীক্ষা নিত বলেই মনে করেন অনেকে। সামনেই দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। সেখানেও পন্থের নামার কোনও সম্ভাবনাই নেই।


আরও পড়ুন: ABP Exclusive: তরুণদের সুযোগ দিতে সরে দাঁড়ালেন, নজির ঋদ্ধির, লড়াই করে দলে রাখা হল অনুষ্টুপকে