লন্ডন: করোনা ভাইরাসে ত্রস্ত, বিধ্বস্ত গোটা বিশ্ব। ইংল্যান্ডের ছবিটাও আলাদা নয়। প্রচুর মানুষ আক্রান্ত হয়েছেন মারণ ভাইরাসে। এবার করোনা মোকাবিলায় এগিয়ে এলেন ইংল্যান্ডের ক্রিকেটারেরা। করোনার জন্য গঠিত ত্রাণ তহবিলে ৫ লক্ষ পাউন্ড অনুদানের অঙ্গীকার করলেন তাঁরা। ভারতীয় মুদ্রায় যে অঙ্কটা প্রায় ৫ কোটি টাকা।
ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের চিফ এগজিকিউটিভ টম হ্যারিসন আগেই ঘোষণা করেছিলেন যে, তিনি চুক্তির অঙ্কের থেকে ২৫ শতাংশ কম মাইনে নেবেন। শুক্রবার ইংল্যান্ডের প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ঘোষণা করে যে, করোনা ত্রাণে ৫ লক্ষ পাউন্ড অনুদান দেওয়া হবে।
চলতি মরসুমে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ইংল্যান্ড সফর করার কথা। যদিও করোনা পরিস্থিতিতে সব কিছুই অনিশ্চিত হয়ে পড়েছে। ২৮ মে-র আগে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট শুরু হওয়ারও সম্ভাবনা নেই।
সূত্রের খবর, বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারেরা আগামী তিন মাস মাথা পিছু প্রায় ২০ শতাংশ কম বেতন নেবেন এবং সেই অর্থই করোনা ত্রাণে দান করা হবে।
কিন্তু চুক্তির অঙ্ক কাটছাঁট হলে ক্রিকেটারেরা তা মেনে নেবেন? ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক অইন মর্গ্যান বলেছেন, ‘যদি আমার ত্যাগ কোনও পার্থক্য গড়ে দেয় তাহলে আমি সাহায্য করতে প্রস্তুত।’ অন্যদিকে, মহিলা ক্রিকেটারেরাও জানিয়েছেন, আগামী তিন মাস তাঁরা কম বেতন নেবেন। সকলে মিলে উদ্যোগ নিয়েই করোনা পরিস্থিতি কাটিয়ে উঠতে চাইছেন তাঁরা।
বেতন কাটছাঁট করে করোনা ত্রাণে ৫ লক্ষ পাউন্ড অনুদান মর্গ্যান-স্টোকসদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Apr 2020 06:03 PM (IST)
বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারেরা আগামী তিন মাস মাথা পিছু প্রায় ২০ শতাংশ কম বেতন নেবেন এবং সেই অর্থই করোনা ত্রাণে দান করা হবে।
মর্গ্যান বলেছেন, তাঁরা আরও একবার কাঙ্খিত পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন।এত কাছে এসেও জয় হাতছাড়াও হওয়াটা খুবই হতাশাজনক। তিনি আরও বলেছেন, ধোনি আর যুবরাজকে বল করাটাই মুশকিল হয়ে পড়েছিল। এরপর চ্যালেঞ্জটা ভারতকে ছুঁড়ে দিতে পেরেছিল ইংল্যান্ড। ইংরেজ অধিনায়ক বলেছেন, লক্ষ্যে পৌঁছনোর ব্যাপারে তাঁদের বিশ্বাস ছিল। কিন্তু বিশ্বাস থাকলেও ওই লক্ষ্য হাসিল করার মতো প্রতিভা দলে ছিল না।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -