নয়াদিল্লি : বিরাট কোহলির উপহার দেওয়া ব্যাট দিয়েই ভারতে আসন্ন ত্রিদেশীয় টি ২০ সিরিজে খেলবেন ইংল্যান্ডের মহিলা দলের ক্রিকেটার ড্যানিয়েল ওয়েট।
মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে ভারতে হারিয়ে যে ইংল্যান্ড দল চ্যাম্পিয়ন হয়েছিল, সেই দলের সদস্য ছিলেন ড্যানিয়েল। ২০১৪-তে কোহলির প্রতি নিজের অনুরাগের কথা প্রকাশ্যে জানিয়ে সংবাদের শিরোনামে এসেছিলেন ইংল্যান্ডের এই মহিলা ক্রিকেটার। ট্যুইটার মারফত্ কোহলিকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি।
আসলে ২০১৪-র টি ২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোহলির দুরন্ত ব্যাটিং দেখে তাঁর এতটাই অনুরাগী হয়ে ওঠেন ড্যানিয়েল যে, বিয়ের প্রস্তাব দিয়ে বসেন।



ওই বছরেরই শেষের দিকে ডার্বিশায়ারে ভারত ও ইংল্যান্ডের গা-ঘামানোর ম্যাচের সময় কোহলি ড্যানিয়েলকে একটি ব্যাট উপহার দিয়েছিলেন।
চলতি মাসেই ত্রিদেশীয় টি ২০ সিরিজে খেলতে ভারতে আসছে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল। এই টুর্নামেন্টে কোহলির দেওয়া ব্যাটটি ব্যবহার করতে মুখিয়ে রয়েছেন ড্যানিয়েল। এই সিরিজে ভারত, ইংল্যান্ডের পাশাপাশি অংশ নেবে অস্ট্রেলিয়া। মুম্বইয়ের ওয়াংখেড়েতে হবে এই টুর্নামেন্টের খেলা।
একটি সাক্ষাত্কারে ড্যানিয়েল জানিয়েছেন, তিনি এখন ব্যাটটি ব্যবহার করছেন। তাঁর কথায়, এই ব্যাট চাবুকের মতো চলতে পারে এবং আগামী ২৩ মার্চ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওপেন করতে নামার সময় তিনি এই ব্যাট নিয়েই নামবেন।
আগামী ২৫ মার্চ ইংল্যান্ড ভারতের মুখোমুখি হবে।
ড্যানিয়েল জানিয়েছেন, যে ব্যাটে তিনি সেঞ্চুরি করেছিলেন, তা ভেঙে গিয়েছে কিছুদিন আগে। তাই এখন তিনি কোহলির দেওয়া ব্যাটে খেলবেন।
কোহলিকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর যে প্রতিক্রিয়া দেখা দিয়েছেন, সে কথাও স্মরণ করেছেন ড্যানিয়েল। তিনি বলেছেন, ট্যুইট করার কয়েক মিনিট পরেই দেখি হাজার খানেক ফেভারিট ও রিট্যুইট। সারা ভারতে তখন ব্যাপারটা ছড়িয়ে পড়েছে। অনেকে বাবাকে ইমেল করতে শুরু করেন।
ড্যানিয়েল জানিয়েছেন, বাবা প্রথমে বলেন, ট্যুইটারে এসব করা একেবারেই উচিত নয়। আসলে ওরা ব্যাপারটি গুরুত্ব দিয়ে ফেলেছিলেন। আমি তখন বলি, ঠিক আছে, দুঃখিত।
ভুল বানানে কোহলির নাম লেখা ব্যাটের ছবি পোস্ট করে ট্রোলডও হয়েছিলেন ড্যানিয়েল।



২৬ বছরের এই মহিলা ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে ৫৩ একদিনের ম্যাচে ১৭.২০ গড়ে ৬০২ রান করেছেন। ৭৩ টি ২০ ম্যাচে তাঁর সংগ্রহ ৬৫৭ রান। গড় ১৪.৯৩। একইসঙ্গে একদিনের ম্যাচে ২৭ এবং টি ২০ তে ৪৬ টি উইকেটও নিয়েছেন তিনি।