লিডস: লর্ডসে প্রথম টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে ৯ উইকেটে হারের পর হেডিংলিতে দ্বিতীয় টেস্টে তিনদিনেই ইনিংস ও ৫৫ রানে জিতে সিরিজে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। গত বছরের সেপ্টেম্বরে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর এই প্রথম টেস্টে জয় পেল ইংল্যান্ড।
এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ১৭৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। অর্ধশতরান করেন একমাত্র শাদাব খান (৫৬)। জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস তিনটি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে ইংল্যান্ড করে ৩৬৩ রান। জোস বাটলার ৮০ রানে অপরাজিত থাকেন। অ্যালেস্টার কুক ৪৬, জো রুট ৪৫ ও ডমিনিক বেস ৪৯ রান করেন। ফাহিম আশরফ তিনটি এবং মহম্মদ আমির, মহম্মদ আব্বাস ও হাসান আলি দু’টি করে উইকেট নেন।
১৮৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৩৪ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। আজহার আলি (১১), ইমাম উল হক (৩৪) ও উসমান সালাউদ্দিন (৩৩) ছাড়া আর কোনও ব্যাটসম্যানই দু’অঙ্কের রান করতে পারেননি। ব্রড ও বেস তিনটি করে এবং অ্যান্ডারসন জোড়া উইকেট নেন।
তিনদিনেই জয়, দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ইনিংসে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড
Web Desk, ABP Ananda
Updated at:
04 Jun 2018 11:25 AM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -