বার্মিংহাম: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে অস্ট্রেলিয়াকে ৪০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে বাংলাদেশের যাওয়া নিশ্চিত করল ইংল্যান্ড। গ্রুপ এ থেকে প্রথম দল হিসেবে আগেই সেমিফাইনালে উঠেছিল ইংল্যান্ড। আজ অস্ট্রেলিয়া হারায় দ্বিতীয় দল হিসেবে শেষ চারে গেল বাংলাদেশ।
এই ম্যাচের শুরুটা দেখে অবশ্য বোঝা যায়নি, সহজ জয় পাবে ইংল্যান্ড। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। অ্যারন ফিঞ্চ (৬৮), স্টিভ স্মিথ (৫৬), ট্রেভিস হেডের (৭১ অপরাজিত) দুর্দান্ত ইনিংসের সুবাদে বড় রানের দিকে এগিয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়া। কিন্তু হঠাৎ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে অসি ব্যাটিং লাইনআপ। শেষ পাঁচ উইকেট পড়ে মাত্র ১৪ রানে। ২৩৯ রানে পঞ্চম উইকেটের পতন হওয়ার পর ২৫৪ রানের মধ্যে ৯ উইকেট পড়ে যায়। শেষপর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৭ রান করে অস্ট্রেলিয়া। মার্ক উড ৩৩ রানে ৪ উইকেট এবং আদিল রশিদ ৪১ রান দিয়ে ৪ উইকেট নেন।
রান তাড়া করতে নেমে ৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। জেসন রয় (৪), অ্যালেক্স হেলস (০) রান পাননি। ৩৫ রানের মাথায় জো রুটও (১৫) ফিরে যান। এরপর মর্গ্যান (৮৭) ও বেন স্টোকসের (১০২ অপরাজিত) অসাধারণ লড়াইয়ে ম্যাচে ফেরে ইংল্যান্ড। মর্গ্যান দুর্ভাগ্যজনকভাবে রান আউট হওয়ার পর স্টোকসের সঙ্গে যোগ দেন জোস বাটলার (২৯ অপরাজিত)। ৪০.২ ওভারে ইংল্যান্ড ৪ উইকেটে ২৪০ রান করার পর বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর খেলা শুরু হয়নি। ফলে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জয় পায় ইংল্যান্ড।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জয় ইংল্যান্ডের, শেষ চারে বাংলাদেশ
Web Desk, ABP Ananda
Updated at:
11 Jun 2017 12:02 AM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -