তামিমের পাল্টা রুটের শতরান, বাংলাদেশকে আট উইকেটে হারাল ইংল্যান্ড
Web Desk, ABP Ananda | 01 Jun 2017 11:00 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
লন্ডন: জয় দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করল আয়োজক দেশ ইংল্যান্ড। জো রুটের অপরাজিত ১৩৩ এবং অ্যালেক্স হেলসের দুরন্ত ৯৫ রানের সুবাদে বড় রান তাড়া করেও সহজ জয় পেল ইংল্যান্ড। তামিম ইকবালের ১২৮ রানের অনবদ্য ইনিংস কাজে লাগল না। আট উইকেটে ম্যাচ জিতল ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স উদ্বোধনী ম্যাচে রানের বন্যা দেখলেন দর্শকরা। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩০৫ রান করে বাংলাদেশ। তামিমের পাশাপাশি ভাল ব্যাটিং করেন মুশফিকুর রহিম (৭৯)। লিয়াম প্লাঙ্কেট ৫৯ রান দিয়ে ৪ উইকেট নেন। বড় রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করতে পারেনি ইংল্যান্ড। তৃতীয় ওভারে দলের মাত্র ৬ রানের মাথায় ফিরে যান জেসন রয় (১)। এরপর হেলস ও রুটের জুটিতে যোগ হয় ১৫৯ রান। এই জুটিই ইংল্যান্ডের জয়ের পথ প্রশস্ত করে দেয়। ইয়ন মর্গ্যানের (৭৫) সঙ্গে রুটের অপরাজিত জুটিতে যোগ হয় ১৪৩ রান। এর ফলেই সহজ জয় পায় ইংল্যান্ড।