গতকাল ভারতের প্রথম ইনিংসের ২৯-তম ওভারে বিরাট কোহলির বিরুদ্ধে এলবিডব্লুর জোরাল আবেদন জানান অ্যান্ডারসন। কিন্তু সেই আবেদন নাকচ করে দেন আম্পায়ার কুমার ধর্মসেনা। এতেই ক্ষুব্ধ হন ইংল্যান্ডের এই পেসার। ওভার শেষ হওয়ার পর তিনি আম্পায়ারের হাত থেকে টুপি ও জাম্পার কেড়ে নেন। আক্রমণাত্মক ভঙ্গিতে কথাও বলেন অ্যান্ডারসন। সেই কারণেই তিনি সাজা পেলেন।
ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট জানিয়েছেন, আইসিসি আচরণবিধির ২.১.৫ ধারা ভঙ্গ করেছেন অ্যান্ডারসন। তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনেন মাঠের দুই আম্পায়ার ধর্মসেনা ও জোয়েল উইলসন, তৃতীয় আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড ও চতুর্থ আম্পায়ার টিম রবিনসন। আচরণবিধি ভঙ্গের অভিযোগ মেনে নিয়েছেন অ্যান্ডারসন।