এই ম্যাচে হারের পাশাপাশি একাধিক বিতর্কেও জড়ান সেরেনা। দ্বিতীয় সেটের দ্বিতীয় গেম চলাকালীন তাঁর বিরুদ্ধে কোচ প্যাট্রিক মুরাটগলুর কাছ থেকে পরামর্শ নেওয়ার অভিযোগ ওঠে। চেয়ার আম্পায়ার কার্লোস র্যামোস সতর্ক করে দেন সেরেনাকে। কিন্তু তাতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এই তারকা। তিনি কোচের কাছ থেকে পরামর্শ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। এরপর র্যাকেট আছড়ে ফেলায় তাঁর এক পয়েন্ট পেনাল্টি হয়। এতে ফেটে পড়ে তিনি চেয়ার আম্পায়ারকে চোর বলে তাঁর ক্ষমা চাওয়ার দাবি জানান। তৃতীয়বার আচরণবিধি ভঙ্গ করায় সেরেনার একটি গেম পেনাল্টি হয়। এর ফলে ওসাকার জয় সহজ হয়ে যায়। চেয়ার আম্পায়ারকে চোর বলে বিতর্কে সেরেনা, জাপানের প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস জয় ওসাকার
Web Desk, ABP Ananda | 09 Sep 2018 12:47 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
নিউ ইয়র্ক: সেরেনা উইলিয়ামসকে স্ট্রেট সেটে হারিয়ে ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন জাপানের নাওমি ওসাকা। ২০ বছর বয়সি এই তরুণীই জাপানের প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস চ্যাম্পিয়ন হলেন। তাঁর পক্ষে ম্যাচের ফল ৬-২, ৬-৪। দুর্দান্ত লড়াই করে ম্যাচ ছিনিয়ে নেন ওসাকা।