লন্ডন: অ্যাশেজে দলের চূড়ান্ত খারাপ পারফরম্যান্স। তার জেরে চাকরি গেল ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউডের। গত অ্যাশেজে অস্ট্রেলিয়ার মাটিতে ৪-০ ব্যবধানে হারতে হয়েছিল রুট বাহিনীকে। ৫ ম্যাচের সিরিজে একটি ড্র করলেও, কোনও ম্যাচই জিততে পারেনি ইংল্যান্ড। এরপরই এই কড়া পদক্ষেপ নিল ইসিবি। কিছুদিন পরেই ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে ইংল্যান্ড। তার আগেই কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল সিলভারউডকে। আপাতত তাঁর বদলে অ্য়ান্ড্রু স্ট্রস কোচের দায়িত্ব পালন করবেন।
বিদায় বেলায় আবেগঘন বার্তায় সিলভারউড জানিয়েছেন, ''ইংল্যান্ড ক্রিকেট দলের দায়িত্ব সামলানো অত্যন্ত সম্মানের। আমি ভীষণ গর্বিত এই কাজের জন্য। যেভাবে কাজ করতে পেরেছি ছেলেদের সঙ্গে ও সাপোর্ট স্টাফদের সঙ্গে, তা সত্যিই অভাবনীয়। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। দলের প্রত্যেককে শুভেচ্ছা আগামীর জন্য। এগিয়ে চলো।''
২০১৯ সালে ইংল্য়ান্ডের বিশ্বকাপজয়ী কোচ ট্রেভর বেলিসের স্থলাভিষিক্ত হন সিলভারউড। সহকারী কোচ থেকে কোচের পদে বসেন তিনি। দক্ষিণ আফ্রিকার মাটিতে তাঁর কোচিংয়েই ৩-১ ব্যবধানে সিরিজ জিতেছিল ইংল্যান্ড।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সিইও টম হ্যারিসন এক বিবৃতিতে বলেন, ''সাফল্যের জন্য সিলভারউড তাঁর সময়ে দলকে নিজের সবকিছু দিয়েছেন। তিনি সততার অনন্য উদাহরণ, যার সঙ্গে খেলোয়াড় ও দলের স্টাফরা প্রতিটা মুহূর্ত দারুণভাবে উপভোগ করেছে। ক্রিসের অধীনে, ইংল্যান্ড পুরুষদের দল সাদা বলের ক্রিকেটে বিশ্বে প্রথম স্থানে ছিল। এবং তাঁর কোচিংয়ে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কায় অ্যাওয়ে সহ বেশ কয়েকটি সিরিজ জয়ের পর টেস্ট দল দ্বিতীয় স্থানে ছিল। তিনি ইংলিশ ক্রিকেটের জন্য একটি অবিশ্বাস্যভাবে চ্যালেঞ্জিং সময়ের মধ্যে অত্যন্ত স্থিতিস্থাপকতা দেখিয়েছেন এবং সহানুভূতির সঙ্গে ইংল্যান্ডের পুরুষ দলকে এগিয়ে নিয়ে গেছেন। তিনি আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতার যোগ্য।''
আরো পড়ুন: ইডেনের ফাঁকা মাঠেই কি রোহিত-পোলার্ড টি-টোয়েন্টি সিরিজের মহারণ