ইংল্যান্ডের ব্যাটসম্যানরা কুলদীপকে ভালভাবে সামলেছে, এটাই পার্থক্য গড়ে দিয়েছে, মত বিরাটের
Web Desk, ABP Ananda | 07 Jul 2018 06:21 PM (IST)
কার্ডিফ: ভারতের বাঁ হাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদবের বল ভালভাবে সামাল দিতে পেরেছে বলেই দ্বিতীয় টি-২০ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে পেরেছে ইংল্যান্ড। এমনই মনে করেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, ‘ওরা কুলদীপের বল দারুণভাবে সামলেছে। এটাই মাঝের ওভারগুলিতে পার্থক্য গড়ে দিয়েছে। ওরা হোমওয়ার্ক করেছিল। তার ফলেই কুলদীপের বলে ভাল ব্যাটিং করতে পেরেছে।’ বিরাট আরও বলেছেন, ‘শুরুতে তিন উইকেট হারানোর পর ম্যাচে ফেরা কঠিন। ইংল্যান্ডের বোলাররা ঠিক জায়গায় বল করে আমাদের খারাপ শট খেলতে বাধ্য করেছে। আমরা আরও ১০-১৫ রান করতে পারলে খুশি হতাম। আমাদের মনে হয়েছিল, ১৪৯ রান নিয়ে লড়াই করা যাবে। বিশেষ করে যখন ইংল্যান্ডকে জিততেই হত। কিন্তু শেষপর্যন্ত ওরাই জিতল। এই ফর্ম্যাট অত্যন্ত নির্মম। উমেশ (যাদব) দারুণ বোলিং করেছে। কিন্তু শেষ বলে বাউন্ডারিটাই সব হিসেব বদলে দিল। আমরা ভাল খেলেছি, কিন্তু ইংল্যান্ড আরও ভাল খেলেছে।’