ট্রেন্টব্রিজ: ইংল্যান্ড ও ভারতের মধ্যে চলতি সিরিজের তৃতীয় টেস্টের খেলা চলছে। এরইমধ্যে চতুর্থ দিনেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে নয়া নজির তৈরি হল ট্রেন্টব্রিজে। টেস্ট ক্রিকেটের সুদীর্ঘ ১৪১ বছরের ইতিহাসে এই প্রথম চার ইনিংসেই দুই দলেরই প্রথম পাঁচ ব্যাটসম্যান দুই অঙ্কের রান করলেন।


টসে হেরে ভারতীয় দল প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩২৯ রান করে। অধিনায়ক বিরাট কোহলি ৯৭ রান করেন এবং আজিঙ্কা রাহানে করেন ৮১ রান। ওপেনার শিখর ধবনের ব্যাট থেকে ৩৫ রান আসে। অন্য ওপেনার কে এল রাহুল ২৩ রান করেন। তিন নম্বরে নেমে চেতেশ্বর পূজারা ১৪ রান করেন। ভারতের প্রথম আট ব্যাটসম্যানের স্কোর দুই অঙ্কের গণ্ডি পার করেছে।

ইংল্যান্ড দলের  প্রথম ইনিংসে ১৬১ গুটিয়ে যায়। কিন্তু সাত ব্যাটসম্যানের স্কোর দুই অঙ্কের গণ্ডি পেরিয়েছে। অ্যালিস্টার কুক করেন ২৯ রান। কিটন জেনিংস করেন ২০ রান। অধিনায়ক জো রুট ১৬, ওলি পপ ১০ এবং জনি বেয়ারস্টো ১৫ রান করেছেন।

১৬৮ রানে এগিয়ে থেকে ভারত দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৫২ রান করে। দ্বিতীয় ইনিংসে ধবন ৪৪, রাহুল ৩৬, পূজারা ৭২ রানের ইনিংস খেলেন। কোহলি শতরান করেন। রাহানে ২৯ রান করেন।

৫২১ রানের বিশাল লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নেমে  দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের প্রথম পাঁচ ব্যাটসম্যান ফের দুই অঙ্কের রান করেন। কুক ১৭, জেনিংস ১৩ রান করে আউট হন। রুট ১৩, ওলি পোপ ১৬ রান করেন। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ব্যাট করতে নেমে বেন স্টোকস ১০ রানের গণ্ডি ছুঁতেই ট্রেন্টব্রিজে টেস্ট ক্রিকেটের ইতিহাসে নয়া নজির তৈরি হল।