নয়াদিল্লি: ফের ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজমের তুলনা টেনে বিতর্ক উস্কে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসির হুসেন। তাঁর দাবি, ব্যাটসম্যান হিসেবে বিরাটের সমকক্ষ বাবর। কিন্তু তিনি যেহেতু ভারতের অধিনায়ক নন, তাই কেউ তাঁকে নিয়ে আলোচনা করে না।


হুসেন বলেছেন, ‘এই ছেলেটা যদি বিরাট কোহলি হত, তাহলে সবাই ওর কথা বলত। কিন্তু ও যেহেতু বাবর আজম, তাই কেউ ওকে নিয়ে আলোচনা করছে না। ওর বয়স কম, ওর ব্যাটিং সুন্দর, ঝকঝকে ব্যাটিং করে।’

হুসেনের আরও দাবি, ‘সবাই বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন ও জো রুটকে নিয়ে আলোচনা করে। কিন্তু বিশ্বের সেরা ব্যাটসম্যানদের তালিকায় শুধু এই চারজনই নেই। আরও একজনকে এই তালিকায় যুক্ত করতে হবে। সেই ব্যাটসম্যানের নাম বাবর আজম।’

টেস্টে পাকিস্তানের অধিনায়ক আজহার আলিও বাবরের বিষয়ে একই মতপ্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘টেস্টে এখনই সেরা ব্যাটসম্যানদের তালিকায় বাবরের নাম যুক্ত হয়ে গিয়েছে। ওর বিষয়ে লোকজন আলোচনা করছে। ওর রানের খিদে আছে। ও যদি এভাবে খেলে যেতে পারে, তাহলে অনেকদিন নিজের জায়গা ধরে রাখতে পারবে। টেস্টে ওর পারফরম্যান্সের অনেক উন্নতি হয়েছে। আগে ও সীমিত ওভারের ক্রিকেটে ভাল পারফরম্যান্স দেখাচ্ছিল। তখন সবার মনে হয়েছিল, ও শুধু সীমিত ওভারের ফর্ম্যাটেই ভাল খেলতে পারে। কিন্তু ও চ্যালেঞ্জটা নেয়। অনেক বেশি স্বাধীনতা ও বিচক্ষণতার সঙ্গে খেলতে শুরু করে।’

বাবর নিজে অবশ্য বিরাটের সঙ্গে তুলনা প্রসঙ্গে বলেছেন, ‘আমার সঙ্গে যদি কারও তুলনা করতে হয়, তাহলে বিরাট কোহলির বদলে পাকিস্তানের কারও সঙ্গে তুলনা হোক। আমাদের দেশে জাভেদ মিঁয়াদাদ, ইউনিস খান, ইনজামাম-উল-হকের মতো কিংবদন্তী আছেন। তাঁদের সঙ্গে আমার তুলনা করা হলে গর্বিত হব।’